ভূমি অফিসে না এসে ডিজিটাল সেবা গ্রহন।ভূমি সেবা সপ্তাহ-২০২২-এর শুভ উদ্বোধন করলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
আজ রোববার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশাসন চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ নাজমুন্নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি শেখ রুহুল আমিন, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাশেদুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তাগন ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে ৮টি স্টল করা হয়েছে।