বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে স্বাস্থ্যের মহাপ‌রিচাল‌কের শ্রদ্ধা

Director General of Health's Tribute at Bangabandhu's Tomb

immage 1000 01 30

গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমা‌ধি‌তে শ্রদ্ধা জা‌নি‌য়ে‌ছেন স্বাস্থ্য শিক্ষা অ‌ধিদপ্ত‌রের নব‌নিযুক্ত মহাপ‌রিচালক অধ্যাপক ডাঃ মোঃ টিটু মিয়া।

আজ শ‌নিবার (১৪ জানুয়ারী) দুপু‌রে তি‌নি বঙ্গবন্ধুর সমা‌ধি সৌধ বেদী‌তে পুষ্পস্তবক অর্পণ ক‌রে শ্রদ্ধা জানান। প‌রে তি‌নি বঙ্গবন্ধুসহ ১৯৭৫  এর ১৫ আগস্ট নিহত‌দের রূ‌হের মাগ‌ফেরাত কামনা ক‌রে ফা‌তেহাপাঠ ও বি‌শেষ মোনাজা‌তে অংশ নেন।

এ সসয় অ‌তি‌রিক্ত মহাপ‌রিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোঃ জামাল, মুগদা মে‌ডি‌কেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মুস্তাফিজুর রহমান, সি‌লেট মে‌ডি‌কেল ক‌লে‌জের উপাচার্য অধ্যাপক ডাঃ এ এইচ এম এনা‌য়েত হো‌সেন, গোপালগঞ্জ শেখ সা‌য়েরা খাতুন মে‌ডি‌কেল ক‌লে‌জের অধ্যক্ষ মো. জা‌কির হো‌সেন, প‌রিচালক ডাঃ মো. ম‌নোয়ার হো‌সেন, বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক হুমায়ুন ক‌বিরসহ স্বাস্থ্য শিক্ষা অ‌ধিদপ্ত‌রের কর্মকর্তা ও বি‌ভিন্ন মে‌ডি‌কেল ক‌লে‌জের শিক্ষকরা উপ‌স্থিত ছি‌লেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here