31.6 C
Gopālganj
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

খোলা ব্রীজ নির্মানের দাবীতে মানববন্ধন

Human chain to demand construction of open bridge

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জে সদর উপজেলার তিন ইউনিয়নের মানুষের জন্য মধুমতি নদীর সাথে কংশুর খালের পুনঃসংযোগ ও গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে খোলা ব্রীজ নির্মানের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। করপাড়া, দূর্গাপুর ও উলপুর ইউনিয়নের সাধারন মানুষ এ কর্মসূচীতে অংশ নেয়।

immage 1000 02 6

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলার কংশুর বাসষ্ট্যান্ডে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় হাতে হাত ধরে খোলা ব্রীজ নির্মাণ ও খালের পুনঃ সংযোগের দাবীতে বিভিন্ন শ্লোগান দেন মানববন্ধকারীরা।

মানববন্ধন চলাকালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওয়াব আলী ফকির, জনপ্রতিনিধি হাফিজুর রহমান সাফু, জেলা কৃষক লীগ নেতা লিয়াকত আলী খান ও আওয়ামী লীগ নেতা মোঃ ইয়াছিন মোল্যা বক্তব্য রাখেন।

immage 1000 03 2

এসময় বক্তরা বলেন, কংশুর খালের পানির উপর করপাড়া, দূর্গাপুর ও উলপুর ইউনিয়নের সাধারন মানুষ ও কৃষকরা নির্ভর করে থাকেন। মধুমতি নদীর সাথে কংশুর খালের সংযোগ না দিলে তারা কৃষি ক্ষেত্রে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। খোলা ব্রীজ নির্মাণ করে মুধমতি নদীর সাথে কংশুর খালের সংযোগ পুনস্থাপিত হলে এলাকার কৃষকেরা ব্যাপকভাবে লাভবান হবেন। এরাকাবাসীর দাবী মেনে কংশুর খাল মধুমুত নদীর সাথে পুন সংযোগের পাশাপাশি খোলা ব্রীজ নির্মানেরও দাবী জানান তারা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »