34.1 C
Gopālganj
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

Muksudpur Upazila Awami League Tri-Annual Conference

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল ৭ সেপ্টেম্বর। দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিতব্য এই সম্মেলনকে ঘিরে তাই নেতা-কর্মিদের মধ্যে নানা জল্পনা কল্পনা চলছে। কে বা কারা আগামীতে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে চলেছেন।

১৬টি ইউনিয়ন আর একটি পৌরসভা নিয়ে মুকসুদপুর উপজেলা।বরাবরই এখানে আওয়ামী লীগের দলীয় প্রভাব বিদ্যমান।বলতে গেলে ৯৫ ভাগ লোকই আওয়ামী লীগকে সমর্থন করে। এখানে দলীয় পদ পদবী পাওয়ার দৌড়ে তাই লোকও কম নয়।

বিগত ৭ বছর এখানে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি। আগামী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলনকে ঘিরে তাই নেতা-কর্মীদের মধ্যে আনন্দ উচ্ছাস আর পদ পাওয়ার দৌড়ে অনেকেই এখন বেশ সক্রীয়। তারা তাদের বিগত দিনের কাজের মূল্যায়ন পাবেন এমন প্রত্যাশা।

immage 1000 03 1

সম্মেলনের দিন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন। সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের কার্য্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন,সাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু এমপি, সৈয়দ আবদুল আউয়াল শামীম ও ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারগিস রহমান এমপি বিশেষ অথিথি হিসাবে উপস্থিত থাকবেন। এছাড়া, ঐতিহ্যপূর্ণ এ সম্মেলনের উদ্বোধক গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানান মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক রবিউল আলম সিকদার।

বিগত দিনে দলের জন্য যারা কাজ করেছেন সেই সব কর্মিদের কাজের মূল্যায়ন হবে-এমন প্রত্যাশা নেতা-কর্মিদের।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »