শেখ কামাল ২য় বাংলাদেশ আন্তঃউপজেলা যুব গেমস

Sheikh Kamal 2nd Bangladesh Inter Upazila Youth Games

immage 1000 01 5

আগামীকাল বুধবার(৪ জানুয়ারী) থেকে গোপালগঞ্জে শুরু হচ্ছে শেখ কামাল ২য় বাংলাদেশ আন্তঃউপজেলা যুব গেমস প্রতিযোগিতা।

জেলার ৩টি ভ্যেনুতে মোট ৮টি ইভেন্টে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার ৫ উপজেলার ৪ শতাধিক প্রতিযোগি অংশ নেবে।

জেলার অনুর্দ্ধ-১৭ বয়সের ছেলে-মেয়েরা ফুটবল, কাবাডি, আরচ্যারী, টেবিল টেনিস, সাঁতার, এ্যাথলেটিকস, ব্যাডমিন্টন ও দাবা প্রতিযোগিতায় অংশ নেবে।এ সব প্রতিযোগিতা শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, সুইমিংপুল এন্ড জিমনেসিয়াম এবং শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার(৩ জানুয়ারী)এ বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ রাশেদুর রহমান সাংবাদিকদের ব্রিফ করেন।

আগামীকাল বুধবার সকাল ১০টায় শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হবে।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট মোঃ গোলাম কবির, ক্রিড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিড়া শিক্ষকগন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here