যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে তাঁর কার্যালয় নিশ্চিত করেছে। ৮২ বছর বয়সী এই রাজনীতিবিদের দেহে শনাক্ত হওয়া ক্যান্সারটি বেশ আগ্রাসী প্রকৃতির এবং ইতোমধ্যে তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছে।
তিনি সম্প্রতি প্রস্রাবজনিত সমস্যার কারণে চিকিৎসকের শরণাপন্ন হন এবং পরীক্ষার মাধ্যমেই এই ক্যান্সার ধরা পড়ে। বাইডেনের ক্ষেত্রে গ্লিসন স্কোর ৯ (১০ এর মধ্যে) ধরা পড়েছে, যা ক্যান্সারের উচ্চমাত্রার জটিলতা নির্দেশ করে।
ক্যান্সারের প্রাথমিক প্রতিক্রিয়া ও চিকিৎসা পরিকল্পনা
বাইডেনের চিকিৎসকদের মতে, এই প্রোস্টেট ক্যান্সারটি আংশিক হরমোন সংবেদনশীল, যার অর্থ হচ্ছে চিকিৎসা এবং নিয়ন্ত্রণের সম্ভাবনা এখনো রয়েছে। যদিও ক্যান্সার হাড়ে ছড়িয়ে পড়লে সেটিকে নিরাময়যোগ্য হিসেবে গণ্য করা হয় না, তবু প্রাথমিক পর্যায়ে উপযুক্ত চিকিৎসায় অনেক সময় রোগীর জীবনকাল বাড়ানো সম্ভব।
ডঃ উইলিয়াম ডাহুট, আমেরিকান ক্যান্সার সোসাইটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিবিসিকে বলেন, “হাড়ে ছড়িয়ে পড়া ক্যান্সার সাধারণত সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়, তবে কিছু চিকিৎসায় ভালো প্রতিক্রিয়া পাওয়া যায় এবং রোগীরা অনেক বছর বেঁচে থাকতে পারেন।”
বাইডেনের পাশে বিশ্ব নেতৃবৃন্দ: শুভকামনায় ভাসছে পরিবার
জো বাইডেনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর, বিশ্বজুড়ে রাজনৈতিক মহলে উদ্বেগ ও সহানুভূতির ঢল নেমেছে।
- সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, “আমি ও মেলানিয়া এই খবরে দুঃখিত। জিল ও পরিবারের প্রতি আমাদের আন্তরিক শুভকামনা।”
- সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, “আমি ও আমার স্বামী বাইডেন পরিবারের জন্য প্রার্থনা করছি।”
- সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, “ক্যান্সার চিকিৎসা উন্নয়নে বাইডেনের চেয়ে বেশি কেউ কাজ করেননি। আমি ও মিশেল তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”
বাইডেন ও ‘ক্যান্সার মুনশট’ উদ্যোগ: ব্যক্তিগত ইতিহাস
জো বাইডেন ২০১৬ সালে ‘ক্যান্সার মুনশট’ কর্মসূচির সূচনা করেন, যার লক্ষ্য ছিল ক্যান্সার গবেষণায় গতি আনা ও চিকিৎসার নতুন দিক উন্মোচন করা। ২০২২ সালে তিনি ও তাঁর স্ত্রী জিল বাইডেন এই উদ্যোগ পুনরায় চালু করেন।
তাঁর ব্যক্তিগত জীবনেও ক্যান্সারের প্রভাব ছিল বেদনাদায়ক। তাঁর বড় ছেলে বাউ বাইডেন ২০১৫ সালে মস্তিষ্কের ক্যান্সারে মারা যান, যা তাঁকে এই গবেষণায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করে।
ক্যান্সার সম্পর্কিত পরিসংখ্যান ও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি
ক্লিভল্যান্ড ক্লিনিক অনুসারে, বিশ্বজুড়ে পুরুষদের মধ্যে ত্বকের ক্যান্সারের পর প্রোস্টেট ক্যান্সারই সবচেয়ে বেশি দেখা যায়।
সিডিসি (CDC) জানায়, যুক্তরাষ্ট্রে প্রতি ১০০ জন পুরুষের মধ্যে গড়ে ১৩ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগের ঝুঁকি উল্লেখযোগ্য হারে বেড়ে যায়।
প্রোস্টেট ক্যান্সার যখন শরীরের অন্যান্য অংশ, বিশেষ করে হাড়ে ছড়িয়ে পড়ে, তখন তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তবে উন্নত চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণে জীবনমান উন্নয়ন সম্ভব।
বয়স, স্বাস্থ্য ও রাজনীতি: বাইডেনের সিদ্ধান্তের পেছনে কারণ
জো বাইডেন মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি, বিশেষ করে এক টেলিভিশন বিতর্কে দুর্বল পারফরম্যান্স এবং স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে।
এরপর কমালা হ্যারিস ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাম্প্রতিক জনজীবনে বাইডেন
হোয়াইট হাউজ ছাড়ার পর বাইডেন জনসম্মুখে খুব কম এসেছেন। তবে ২০২৫ সালের এপ্রিলে তিনি শিকাগোতে একটি প্রতিবন্ধী সম্মেলনে উপস্থিত হন এবং মে মাসে বিবিসিকে সাক্ষাৎকার দেন, যেখানে তিনি বলেন, “নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না।” স্মৃতি কমে যাওয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, “এর কোনো প্রমাণ নেই।”