35.7 C
Gopālganj
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

আত্মহত্যা প্রতিরোধে কাজ করছেন সঞ্জয় বিশ্বাস

Sanjay Biswas is working to prevent suicide.

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

ভারতের কোলকাতা থেকে বাইসাইকেল চালিয়ে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় এসেছেন সঞ্জয়  বিশ্বাস (৩৫) নামে এক যুবক।

গত সোমবার (৫ ডিসেম্বর) সঞ্জয় বিশ্বাস কোটালীপাড়ায় এসেছেন বলে তিনি জানিয়েছেন। কোটালীপাড়ায় এসে গত ২দিন ধরে সঞ্জয় বিশ্বাস আত্মহত্যা প্রতিরোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারাভিযান করছেন।

আজ বুধবার(৮ ডিসেম্বর) কোটালীপাড়া উপজেলা সদরে বসে কথা হয় সঞ্জয় বিশ্বাসের সাথে। গত ২৬ সেপ্টেম্বর বাইসাইকেল চালিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছেন বলে তিনি জানিয়েছেন।

immage 1000 02 2

বাংলাদেশে এসে সঞ্জয় বিশ্বাস যশোর, মাগুরা, নড়াইল, ফরিদপুর, রাজবাড়িসহ কয়েকটি জেলায় আত্মহত্যা প্রতিরোধে প্রচারাভিযান চালিয়েছেন।এরপর তিনি এসেছেন গোপালগঞ্জের কোটালীপাড়ায়।কোটালীপাড়া উপজেলার চিতশী গ্রামে তার পৈত্রিক ভিটা রয়েছে বলে জানিয়েছেন। দেশ ভাগের পরে তার পূর্ব পুরুষেরা ভারত চলে যায়। ওখানে গিয়ে বসবাস শুরু করেন কোলকাতার উত্তর ২৪ পরগোনা জেলার গাইঘাটা থানার গুটরি গ্রামে। তার পিতার নাম সুমন্ত বিশ্বাস।

immage 1000 03 1

২০২১ সালের আগষ্ট মাস থেকে সঞ্জয় বিশ্বাস আত্মহত্যা প্রতিরোধে প্রচারাভিযান শুরু করেন। এরআগে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সঞ্জয় বিশ্বাস আত্মহত্যার চেষ্টা করেন। এখান থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলে চিকিৎসকের পরামর্শে তিনি সাইক্লিং শুরু করেন। এরপরই শুরু হয় তার আত্মহত্যা প্রতিরোধে প্রচারাভিযান। কোলকাতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারাভিযান চালানোর পরে তিনি ভারতের শিলিগুড়ি, জলপাইগুড়ি, টাইগারহিল, দারজিলিং, আসাম, মেঘালয়, বিহার, উত্তর প্রদেশ, হারিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লিাতে প্রচারাভিযান চালিয়েছেন।

immage 1000 04 1

২০১১ সালে কোলকাতার হাবড়া শ্রী চৈতন্য কলেজ থেকে ডিগ্রী পাস করার পরে উত্তর প্রদেশের আমোঠি গিয়ে ফাস্ট ফুডের ব্যবসা শুরু করেন সঞ্জয় বিশ্বাস। করোনার আসার পরে তিনি এই ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়। এরপর তিনি আত্মহত্যার পথ বেঁছে নিয়েছিলেনন বলে জানিয়েছেন।

সঞ্জয় বিশ্বাস বলেন, “আত্মহত্যা কোন সমস্যার সমাধান দিতে পারে না। বরং আত্মহত্যা করার পরে আপনজন যারা বেঁচে থাকে তাদেরকে সমস্যায় পড়তে হয়। তাই আমি এই আত্মহত্যার প্রবনতা থেকে সকল নরনারীকে রক্ষার প্রচারাভিযানে নেমেছি।আমি বাংলাদেশে এসে কয়েকটি জেলায় ঘুরেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারাভিযান চালিয়েছি। আমি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে বাংলাদেশের ৬৪ জেলায় আত্মহত্যা প্রতিরোধে প্রচারাভিযান চালাবো।”

immage 1000 05 1

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, সঞ্জয় বিশ্বাস কোটালীপাড়ায় এসে আমার সাথে যোগাযোগ করেছেন। তিনি তার সকল কাগজপত্র আমাকে দেখিয়েছেন। তিনি বৈধ পথেই বাংলাদেশে এসেছেন। ইত্যেমধ্যে তিনি উপজেলার রামশীল কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারাভিযান চালিয়েছেন। তিনি যদি এ উপজেলায় আরো কিছুদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আত্মহত্যা প্রতিরোধে প্রচারাভিযান চালান তাহলে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »