21.9 C
Gopālganj
শনিবার, নভেম্বর ১, ২০২৫

মুম্বইয়ের ওই মহিলা কি সত্যি ‘এক্সই’ সংক্রমিত?

Is the woman from Mumbai really infected with XE?

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

মুম্বইয়ের ওই মহিলা কি সত্যি ‘এক্সই’ সংক্রমিত? চলতি বছর ১৯ জানুয়ারি ইংল্যান্ডে ‘এক্সই’ রূপের প্রথম সন্ধান মেলার পর তা একাধিক দেশে ছড়িয়ে পড়েছে। তবে ভারতে তা প্রবেশ করেছে কি?

ভারতে এখনও ওমিক্রনের নয়া রূপ ‘এক্সই’-তে আক্রান্ত কারও সন্ধান মেলেনি। মুম্বইয়ের পুরসভা দাবি করলেও, বাণিজ্যনগরীতে এক করোনা আক্রান্তের দেহে ‘এক্সই’ রূপেরই সংক্রমণ রয়েছে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত নয় কেন্দ্র।

কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ৫০ বছর বয়সী জোড়া টিকা প্রাপ্ত দক্ষিণ আফ্রিকা ফেরত ওই করোনা আক্রান্ত মহিলার নমুনা ‘ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি)’-তে পাঠানো হয়েছে।

সেই রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে, আদৌ ওমিক্রনের নয়া রূপ ‘এক্সই’ ভারতে প্রবেশ করেছে কি না।
যদিও ভাইরাস বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, এ বছর জানুয়ারিতে ইংল্যান্ডে ‘এক্সই’ রূপের প্রথম সন্ধান মেলার পর তা একাধিক দেশে ছড়িয়ে পড়ে।

‘এক্সই’ রূপ কী?

এখনও পর্যন্ত করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক প্রজাতি ওমিক্রন। সেই ওমিক্রনের মধ্যে আবার এত দিন ‘বিএ.২’ উপপ্রজাতিকে বেশি সংক্রমক বলে জানা গিয়েছিল। জানুয়ারিতে ইংল্যান্ডে হদিশ মেলে নয়া উপপ্রজাতি ‘এক্সই’-র। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ‘এক্সই’ ‘বিএ.২’ উপপ্রজাতির তুলনায় অন্তত ১০ শতাংশ বেশি সংক্রামক।

কী ভাবে উৎপত্তি?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর ছোঁয়াচে রোগ বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, করোনাভাইরাসের ওমিক্রন রূপের অন্তর্গত ‘বিএ.১’ এবং ‘বিএ.২’ উপপ্রজাতি দু’টির সংমিশ্রণের পর ‘এক্সই’ উপপ্রজাতি তৈরি হয়েছে।

কতটা মারাত্মক?

এখনও তার গবেষণা চলছে। তবে প্রাথমিক ভাবে বিশেষজ্ঞরা বলছেন, এই রূপ ওমিক্রনের ‘বিএ.২’ রূপের চেয়েও কিছুটা বেশি সংক্রামক। কিন্তু এর মারণ ক্ষমতা যে বেশি, এমনটা হলফ করে বলার সময় আসেনি। তবে প্রাথমিক ভাবে গবেষকরা মনে করছেন, ‘এক্সই’ রূপের মারণ ক্ষমতা তুলনামূলক ভাবে কম হওয়ারই সম্ভাবনা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »