কোটালীপাড়া প্রতিনিধি।।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হোসেন সিকদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার (২৩ জানুয়ারী) দিবগত রাত ১২টার দিকে গোপালগঞ্জ-বরিশাল সড়কের কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে এ দূর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মোহাম্মদ হোসেন সিকদার বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের আনোয়ার হোসেন সিকদারের ছেলে।
ওসি মোঃ জিল্লুর রহমান জানান, মোটর সাইকেলে করে যশোর থেকে আগৈলঝাড়া যাচ্ছিলেন মোহাম্মদ হোসেন। এসময় মোটর সাইকলেটি কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে পৌঁছালে বরিশাল থেকে ছেড়ে আসা মংলাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক মোহাম্মদ হোসেন নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত মরদেহ থানায় রয়েছে।