গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১মার্চ) এ উপলক্ষে এক বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
সকালে শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার সেখানেই শেষ হয়। পরে বেলুন উড়িয়ে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নাজমুন্নাহার,অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল ইসলাম সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

বিকেলে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। সেখানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
মোট ২৬ টি ইভেন্টে দেড় শতাধিক প্রতিযোগি এ প্রতিযোগিতায় অংশ নেয়।