গোপালগঞ্জে দুই দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(বালক-বালিকা) শুরু হয়েছে।
শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় কাশিয়ানী উপজেলার মাজড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ৩-০ গালে কোটালীপাড়া উপজেলার উনশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে।
আজ মঙ্গলবার সকালে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এ সময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
খেলায় জেলার ৫উপজেলার বিজয়ী দল জেলা পর্যায়ে খেলবে। আগামীকাল বুধবার এ খেলার সমাপনি অনুষ্ঠিত হবে।