শেখ কামাল ২য় বাংলাদেশ আন্তঃউপজেলা যুব গেমস এর উদ্বোধন

Inauguration of Sheikh Kamal 2nd Bangladesh Inter Upazila Youth Games

immage 1000 01 9

গোপালগঞ্জে শেখ কামাল ২য় বাংলাদেশ আন্তঃ উপজেলা যুব গেমস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এ গেমসের আয়োজন করে।

আজ বুধবার সকালে গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ গেমসের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

immage 1000 02 4

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিওএ-এর উপ সচিব এবং স্টিয়ারিং কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মিকু, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারন সম্পাদক ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এম বি সাইফ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমন ইসলাম বক্তব্য রাখেন।

immage 1000 03

জেলার ৩টি ভ্যেনুতে মোট ৮টি ইভেন্টে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার ৫ উপজেলার ৪ শতাধিক প্রতিযোগি অংশগ্রহন করছে। জেলার অনুর্দ্ধ-১৭ বয়সের ছেলে-মেয়েরা ফুটবল, কাবাডি,আরচ্যারী, টেবিল টেনিস, সাঁতার, এ্যাথলেটিকস, ব্যাডমিন্টন ও দাবা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

এসব প্রতিযোগিতা শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, সুইমিংপুল এন্ড জিমনেসিয়াম এবং শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here