24.4 C
Gopālganj
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫

আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জে পৃথক দুই মামলায় আসামী ৩৬৭, গ্রেফতার-৫

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ পৃথক দুটি মামলা দায়ের করেছে। এ দু’টি মামলায় ৮২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ২৮৫ জন সহ মোট ৩৬৭ জনকে আসামী করা হয়েছে। এখন পর্যেন্ত এ দুই মামলায় ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে সংশ্লিষ্ট থানায় পৃথক এ দুটি মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানার অফিসার ইন চার্জগন জানিয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ মো. শাহ আলম জানিয়েছেন, গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আওয়ামী লীগ ও তাদের সহযোগি সংগঠনের নেতাকর্মিরা।এসব ঘটনায় গোপালগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম এর পুত্র শেখ নাইমকে প্রধান আসামী করে ৬৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫০ জনকে অজ্ঞাতনামা সহ ৩১৮ জনকে আসামী করা হয়েছে। এরমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে, কোটালীপাড়ায় থানার অফিসার্স ইনচার্জ  খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, কোটালীপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫জন সহ মোট ২৯ জনকে আসামী করা হয়েছে। এরমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে আজ শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠালো হয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে  গোপালগঞ্জ শহরের গণপূর্ত অফিসের গাড়ীতে ও সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে। এছাড়া জেলার কয়েকটি স্থানে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »