শনিবার, মে ১৮, ২০২৪
Bookmark
0
মূলপাতানির্বাচন-২০২৪খুলনা বিভাগের ৩৬ আসনে নৌকার মাঝি যারা

খুলনা বিভাগের ৩৬ আসনে নৌকার মাঝি যারা

36 constituencies of Khulna Division who are boatmen

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৯৮ আসনে দলটির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এর মধ্যে কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে আপাতত প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। এই দুই আসনে পরে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানানো হয়। উল্লেখ্য, জাসদের সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনের বর্তমান সংসদ সদস্য। আর নারায়ণগঞ্জ-৫ আসনে বর্তমান সংসদ সদস্য হচ্ছেন জাতীয় পার্টির সেলিম ওসমান।

গত ১৫ নভেম্বর চব্বিশের ভোটের ঘণ্টা বাজান নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাইবাছাই চলবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। ১৮ ডিসেম্বর নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়ে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে।

চব্বিশের ভোটে খুলনা বিভাগ থেকে নৌকার প্রার্থী হলেন যারা:

মেহেরপুর জেলা:
মেহেরপুর-১ আসনে ফরহাদ হোসেন এবং মেহেরপুর-২ আসনে আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক মনোনয়ন পেয়েছেন।

কুষ্টিয়া জেলা:
কুষ্টিয়া-১ আসনে আ. কা. ম. সরওয়ার জাহান, কুষ্টিয়া-৩ আসনে মো. মাহবুবউল আলম হানিফ এবং কুষ্টিয়া-৪ আসনে সেলিম আলতাফ জর্জ মনোনয়ন পেয়েছেন।

চুয়াডাঙ্গা জেলা:
চুয়াডাঙ্গা-১ আসনে সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) এবং চুয়াডাঙ্গা-২ আসনে মো. আলী আজগার মনোনয়ন পেয়েছেন।

ঝিনাইদহ জেলা:

ঝিনাইদহ-১ আসনে মো. আব্দুল হাই, ঝিনাইদহ-২ আসনে তাহজীব আলম সিদ্দিকী, ঝিনাইদহ-৩ আসনে মো. সালাহ উদ্দিন মিয়াজী এবং ঝিনাইদহ-৪ আসনে মো. আনোয়ারুল আজীম (আনার) মনোনয়ন পেয়েছেন।

যশোর জেলা:
যশোর-১ আসন থেকে, শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনে মো. তৌহিদুজজামান, যশোর-৩ আসনে কাজী নাবিল আহমেদ, যশোর-৪ আসনে এনামুল হক বাবুল, যশোর-৫ আসনে স্বপন ভট্টাচার্য্য, এবং যশোর-৬ আসনে শাহীন চাকলাদার মনোনয়ন পেয়েছেন।

মাগুরা জেলা:
মাগুরা-১ আসনে সাকিব আল হাসান এবং মাগুরা-২ আসনে শ্রী বীরেন শিকদার মনোনয়ন পেয়েছেন।

নড়াইল জেলা:
নড়াইল-১ আসনে বি, এম কবিরুল হক এবং নড়াইল-২ আসনে মাশরাফী বিন মোর্ত্তজা মনোনয়ন পেয়েছেন।

বাগেরহাট জেলা:
বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট-২ আসনে শেখ তন্ময়, বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার এবং বাগেরহাট-৪ আসনে এইচ, এম, বদিউজ্জামান সোহাগ মনোনয়ন পেয়েছেন।

খুলনা জেলা:
খুলনা-১ আসনে ননী গোপাল মন্ডল, খুলনা-২ আসনে সেখ সালাহউদ্দিন, খুলনা-৩ আসনে এস এম কামাল হোসেন, খুলনা-৪ আসনে আব্দুস সালাম মূর্শেদী এবংন খুলনা-৫ আসনে রায়ন চন্দ্র চন্দ মনোনয়ন পেয়েছেন।

সাতক্ষীরা জেলা:
সাতক্ষীরা-১ আসনে ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা-২ আসনে মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা-৩ আসনে আ ফ ম রুহুল হক এবং সাতক্ষীরা-৪ আসনে এস. এম. আতাউল হক মনোনয়ন পেয়েছেন।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

বঙ্গবন্ধুর সমাধিতে পিআইবি-র মহা-পরিচালকের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। পূনরায় পিআইবির মহাপরিচালক হিসেবে...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments