আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর তাঁর নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রেখেছেন।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুর আড়াইটায় তিনি জালালাবাদ ইউনিয়নের মধুমতি বাজার এলাকায় এক জনাকীর্ণ উঠান বৈঠকে মিলিত হন। বৈঠকে ডা. বাবর নিজেকে কৃষক পরিবারের সন্তান ও সাধারণ মানুষের সেবক হিসেবে উল্লেখ করে বলেন,
“ইংল্যান্ড ও আমেরিকায় স্থায়ীভাবে থাকার সুযোগ ছেড়ে আমি কেবল নাড়ির টানে গোপালগঞ্জের মানুষের সেবা করতে ফিরে এসেছি।” তিনি জোর দিয়ে বলেন যে, গত ১০ বছরেরও বেশি সময় ধরে তিনি ও তাঁর স্ত্রী গোপালগঞ্জে সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
বিএনপির মনোনয়ন পাওয়ার বিষয়ে ডা. বাবর বলেন, এটি সম্ভব হয়েছে মহান আল্লাহর রহমত, মুরুব্বিদের দোয়া এবং সাধারণ মানুষের ভালোবাসার কারণে। তিনি তাঁর প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সম্পদের দিক দিয়ে দুর্বল হলেও, জনগণের ভালোবাসাই তাঁকে এই সুযোগ এনে দিয়েছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, তিনি গোপালগঞ্জের মানুষের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
তাঁর কথায়, “আমি চাই আমার মৃত্যুর পরেও মানুষ যেন অন্তত ৫০ বছর ধরে আমার গুণগান করে। আমি আপনাদের সেবা করতে চাই, পাশে থাকতে চাই।” নির্বাচিত হলে তিনি মিথ্যা মামলায় সাধারণ মানুষের হয়রানি বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম ও জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হীরা, যুগ্ম আহবায়ক যোবায়ের শেখ ও শেখ সাজ্জাদ হোসেন, সদস্য সজীব লষ্কর, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শেখ আব্দুল্লাহ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মারুফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
