30.9 C
Gopālganj
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গোপালগঞ্জে পোনা অবমুক্ত

On the occasion of Fishery Week, Pona is released in Gopalganj.

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গোপালগঞ্জে পোনা অবমুক্ত, র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য অফিস এসব অনুষ্ঠানের আয়োজন করে।

আজ রবিবার সকালে জেলা মৎস্য অফিসের ব্যবস্থাপনায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা শহরের হেলিপ্যাড লেকে মাছের পোনা অবমুক্ত করেন। মাছের পোনা অবমুক্ত শেষে হেলিপ্যাড থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি হেলিপ্যাড থেকে রওনা হয়ে জেলা মৎস্য অফিসে গিয়ে শেষ হয়।

immage 1000 02 28

পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগীর সভাপতিত্বে আলোচনা সভায় দেশিয় মৎস্য সম্পদ রক্ষা এবং মৎস্য সম্পদের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচন হয়। পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখার জন্য তিন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী, সিনিয়র সহকারী পরিচালক এটিএম তৌফিক মাহমুদ, দেশিয় প্রজাতির মাছ এবং  শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালক এএম আশিকুর রহমান, সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ রুহুল আমীন শেখ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »