গোপালগঞ্জে জেলা সমাজকল্যাণ পরিষদ এর পক্ষ থেকে বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ও আর্থিকভাবে অসচ্ছলদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এই চেক বিতরনের আয়োজন করে।
আজ বৃহস্পতিবার (২২মে) দুপুরে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে জেলার ৭২জন সুবিধাভোগী বৃদ্ধ নারী ও পুরুষের হাতে ১লক্ষ ৯৯হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ হারুন-অর- রশিদ।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান, সদর উপজেরা নির্বাহী অফিসার এম. রাকিবুল হাসান, সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) মিজ বাবলী শবনম, সহকারী কমিশনার মোহাম্মদ আতাউর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জান তাঁর বক্তব্যে বলেন, গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড, হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগীদের আর্থিত সহায়তা কর্মসূচির আওতায় এবং আর্থিক ভাবে অসচ্ছল ( ভিক্ষুক) ব্যক্তিদের পূর্ণবাসনের জন্য এই অনুদানের চেক বিতরণ করা হয়েছে।