স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নব নিযুক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবদুস সবুর।
শনিবার বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি।
পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখেন ও স্বাক্ষর করেন। এ সময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুশীল কুমার সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌরসভার নব নির্বাচিত মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী শাকিরুল ইসলাম, সমীর কুমার বণিক, বাংলাদেশ গণপূর্ত ঠিকাদার সমিতির সাধারন সম্পাদক মোঃ বাবুল অাকতার বাবলাসহ উপ সহকারী প্রকৌশলীগণ এবং গোপালগঞ্জ সড়ক জোনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।