স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে রঞ্জন বাইন(৩৫)নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।
আজ বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চর পাথালিয়া এলাকায় যাত্রী একটি বাসের সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে রঞ্জন বাইনসহ দুইজন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি হলে রঞ্জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তিনি মারা যান। নিহত রঞ্জন গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকার মৃত রবিন্দ্রনাথ বাইনের ছেলে।