বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Bookmark
0
মূলপাতাব্রেকিং নিউজ...কোটালীপাড়ায় ওষুধের দোকান বন্ধ

কোটালীপাড়ায় ওষুধের দোকান বন্ধ

Drug store closed in Kotalipara

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এমআরপি থেকে কম দামে ওষুধ বিক্রি করাকে কেন্দ্র করে জাহিদ বিশ্বাস নামে এক ওষুধ ব্যবসায়ীকে মারপিটের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার সকাল ১০ টায় কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে কোটালীপাড়া উপজেলায় সকল ওষুধের দোকান বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোটালীপাড়া উপজেলার পূর্ণবতী গ্রামের সিদ্দিকুর রহমান নামে জনৈক এক ব্যক্তি ঘাঘর বাজারের বাদশা ফার্মেসী থেকে একপাতা ম্যাক্সপ্রো ওষুধ কেনেন। ওই ব্যক্তি ওষুধ কেনার পর একই বাজারের বিশ্বাস ফার্মেসীতে ওষুধ সঠিক আছে কি না যাচাই করতে যান। তখন ওই ফার্মেসীর মালিক জাহিদ বিশ্বাস ওই ব্যক্তির কাছে ওষুধের দাম জিজ্ঞাসা করেন। তখন তিনি জানতে পারেন বাদশা ফার্মেসী এমআরপি থেকে ১০ টাকা কমে ওষুধ বিক্রি করেছে। তখন বিশ্বাস ফার্মেসীর মালিক বিষয়টি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কোটালীপাড়া শাখার সভাপতি ও সাধারন সম্পাদককে জানানো হয়। তখন এমআরপি থেকে কম দামে ওষুধ বিক্রি করায় সমিতি থেকে বাদশা ফার্মেসীর মালিক বাদশা মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এঘটনার পর বাদশা মিয়ার স্বজনরা ক্ষিপ্ত হয়ে বিশ্বাস ফার্মেসীর মালিক জাহিদ বিশ্বাসকে দোকান থেকে টেনে ‌হেচ‌ড়ে বের করে মারপিট করে। এ ঘটনার প্রতিবাদে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি কোটালীপাড়ার সকল ওষুধের দোকান বন্ধ করে দেয়। এতে চরম ভোগান্তীতে পড়েন রোগী ও তাদের স্বজনরা।

এ রিপোর্ট লেখা পর‌্যন্ত কোটালীপাড়ার সকল ওষুধের দোকান বন্ধ রয়েছে। তবে এঘটনায় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে উভয় পক্ষকে নিয়ে একটি সমঝোতা বৈঠক করছেন।

Gopalganj photo 0122.04.2022 1

কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির গোপালগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি কাজী আনোয়ারুল ইকবাল মিটু জানিয়েছেন, চলতি মাসের ১৪ তারিখ থেকে গোপালগঞ্জ জেলার সর্বত্র এমআরপি কার‌্যকর করা হয়েছে। সকল ব্যবসায়ীকে এমআরপিতে ওষুধ বিক্রি করার নির্দেশও দেয়া হয়। নিয়ম ভঙ্গ করে ওষুধ বিক্রি করলে তাদের জরিমানা আওতায় আনা হচ্ছে। কোটালীপাড়ার ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের বৈঠক চলছে বলেও জানান তিনি।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে শুনেছি বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সাথে ওষুধ ব্যবসায়ীরা বৈঠকে বসেছেন।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, বিষয়টি সমাধানের জন্য তিনি ব্যবসায়ীদের নিয়ে বসেছিলেন। দুই পক্ষের মধ্যে সমঝোতার পর বিকেল সাড়ে ৪ টার দিকে ওষুধের দোকান খুলে দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, গোপালগঞ্জে ওষুধ ব্যবসায়ীরা এমআরপি কার‌্যকর করায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিভিন্ন স্থানে ছোটখাট ঘটনা ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments