নগ্ন দেহে ফুলের সাজ ভাইরাল উরফি

Naked body flower ornaments viral urfi

images 10000 02 12
'ওঁর আবার কষ্ট করে পোশাক পরার দরকার কী!'

‘ওঁর আবার কষ্ট করে পোশাক পরার দরকার কী!’ মাসের মাঝখানে উরফি জাভেদকে হঠাৎ একদিন গা ঢাকা পোশাকে দেখে চমকে উঠেছিল পাপারাৎজি। সে কী! এ তো বড় খবর। তবে আবার স্বমহিমায় ফিরেছেন তারকা। সেফটিপিনের সাজ কিংবা নিজের ছবি দিয়ে শরীর ঢাকার পর এ বার ফুলের সাজ ভাইরাল হল উরফির।

ইনস্টাগ্রাম ফ্যান পেজে পোস্ট করা হয়েছিল সেই ভিডিয়ো। যেখানে সারা গায়ে নানা রঙের ফুল আটকে পোজ দিচ্ছেন উরফি। সেই দেখে ফের কমেন্টের ঝড় নেট দুনিয়ায়। কেউ কেউ নাক শিটকে বললেন, ‘ওঁর আবার কষ্ট করে পোশাক পরার দরকার কী!’ কেউ কেউ আবার প্রশংসায় ভরিয়ে দিলেন।

কিছুদিন আগেই স্বচ্ছ প্যান্ট পরে রাস্তায় বেরিয়েছিলেন ‘বিগ বস’ তারকা উরফি। আবার তারও আগে একদিন দুটো প্যান্ট পরে। তিনি যে কবে কোথায় কী ভাবে দেখা দেবেন তা বোঝা দায়। ফ্যাশনের চলতি ধারণাকে ভেঙেচুরে খানখান করাই যেন তাঁর অভ্যেস।

তবে যে যাই বলুক, উরফি সমালোচনার ধার ধারেন না। চেনা ছক ভাঙতে ভাঙতে বুঝিয়ে দিতে চান, চাইলে নিজের মতো করে জীবন কাটানোই যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here