গোপালগঞ্জের কৃষিঃ বর্তমান ও ভবিষ্যত-এই প্রতিপাদ্যে জেলা কৃষি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এ জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কৃষি সম্মেলনে মুল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সরদার। পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ও বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন,গোপালগঞ্জ জেলা সভাপতি কে,এম ওলিয়ার রহমান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাগন ছাড়াও কৃষক ও কৃষি সংশ্লিস্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।বিশেষ করে কৃষকেরা তাদের যেসব অভিযোগ রয়েছে বা কৃষির উন্নয়নে তাদের যেসব দাবী রয়েছে তা তাৎক্ষনিক সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেন জেলা প্রশাসক।