সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদ৩১৫ টি মন্ডপে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান

৩১৫ টি মন্ডপে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান

315 Mandapam grant by Prime Minister

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুর্গাপূজা উদ্যাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এ দিকে উপজেলার ৩১৫ টি দুর্গাপূজা মন্ডপে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত দুর্গাপূজা উদ্যাপনের প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, কার্তিক চন্দ্র বিশ্বাস সহ ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ দলীয় কার্যালয়ে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অনুদানের অর্থ ৩১৫টি দুর্গাপূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে তুলে দিয়েছেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস বলেন, দুষ্টের দমন ও শিষ্টের পালনে প্রতি বছর এই পৃথিবীতে মা দেবী দুর্গার আগমন ঘটে। মা যেন শত্রুদের নাশ করে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে রক্ষা করে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত পক্ষ থেকে এ উপজেলার ৩১৫টি দুর্গাপূজা মন্ডপে ৩লক্ষ ১৫হাজার টাকা অনুদান দিয়েছেন। এছাড়াও সরকারি ভাবে প্রতিটি পূজা মন্ডপে ৫শত কেজি করে চাল দেওয়া হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, মানবতার মা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসন আমলে এ দেশের সব ধর্মের মানুষেরা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারছে। আমরা কোটালীপাড়াবাসী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে দীর্ঘায়ু দান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, উপজেলার ৩১৫টি পূজা মন্ডপের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments