গোপালগঞ্জে শোকবহ আগস্টে বঙ্গবন্ধুকে নিয়ে নিবেদিত কবিতা ও কবি নির্মলেন্দু গুণের সাথে এক সন্ধ্যা কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। কাশবন সাহিত্য পত্রিকা এ আসরের আয়োজন করে।

বুধবার (১০আগষ্ট) সন্ধ্যায় সরকারী বঙ্গবন্ধু কলেজের হল রুমে অনুষ্ঠিত এ আসরে প্রধান অতিথি ছিলেন কবি নির্মলেন্দু গুণ। কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আসরে সরকারী বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ওহিদ আলম লস্কার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শাহ আলম, কবি রবীন্দ্রনাথ অধিকারী, কবি গাজী লতিফ, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার ইতিহাস তুলে ধরেন কবি নির্মলেন্দু গুণ এবং বঙ্গবন্ধুকে নিয়ে নিবেদিত কবিতা পাঠ করা হয়। এ আসরে নির্মলেন্দু গুণের পরিবারের সদস্য, কবি ও সাহিত্যকগণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।