স্টাফ রিপোর্টার।।
নানা কর্মসূচীর মধ্য দিয়ে গোপালগঞ্জে চার মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালিত হয়েছে।
আজ বুধবার সকাল ৮টায় নিহত মুক্তিযোদ্ধা কমরেড ওলিউর রহমান লেবু মিয়ার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়ায় তার কবরে ও সকাল ৯টায় গোপালগঞ্জ পৌর মহাশ্মশানে নিহত কমরেড কমলেশ বেদজ্ঞ, বিষ্ণুপদ ও মানিকের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানায় বাংলাদেশের কমিউনিস্ট পাটি, গোপালগঞ্জ শাখা, উদীচী ও পরিবারের সদস্যরা।
এসময় তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সকাল ১০ টায় চার মুক্তিযোদ্ধা হত্যার বিচারের দাবীতে জেলা শহরের প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এ মানববন্ধনে বাংলাদেশের কমিউনিস্ট পাটি, গোপালগঞ্জ শাখার নেতাকর্মীরা ও পরিবারের লোকজন অংশ নেন। এসময় বাংলাদেশের কমিউনিস্ট পাটি, গোপালগঞ্জ শাখার সভাপতি মোঃ আবু হোসেন, সাধারন সম্পাদক নিহার রঞ্জন বিশ্বাস, জেলা উদীচীর সাধারন সম্পাদক আনিচুর রহমান রাজু, কমলেশ বেদজ্ঞ-এর মেয়ে সুতাপা বেদজ্ঞ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, ১৯৭৩ সালের ১০ মার্চ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া ব্রীজের কাছে একদল দুর্বৃত্ত মুক্তিযুদ্ধের ৮ ও ৯ নং সেক্টরের কমান্ডার ও কমিউনিস্ট পার্টি-ন্যাপ ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর প্রধান সমন্বয়কারী ওয়ালিউর রহমান লেবু, ন্যাপ নেতা কমলেশ বেদজ্ঞ, ছাত্র ইউনিয়ন নেতা বিষ্ণুপদ ও মানিককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। কিন্তু দীর্ঘ ৪৮ বছর পার হলেও গোপালগঞ্জের চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার বিচার কাজ শেষ হয়নি।