দাবা ইভেন্টে চ্যাম্পিয়ন হলেন যারা

Who are the champions of the chess event

immage 1000 01 14

গোপালগঞ্জে শেখ কামাল ২য় বাংলাদেশ আন্তঃউপজেলা যুব গেমস প্রতিযোগিতার ৩য় দিনে দাবা ইভেন্টের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার(০৬জানুয়ারী) গেমসের তৃতীয় দিনে দাবার দলগত ইভেন্টে সদরের তারভীর নসরুল্লাহ খান, কোটালীপাড়ার দেবনীল অধিকারী, সদরের মেহেদী হাসান ও মুকসুদপুরের রেদোয়ান হাসান চ্যাম্পিয়ন হয়। দাবা ব্লিজ ইভেন্টে দেবলীন অধিকারী প্রথম হন। দাবা র‌্যাপিড এককে তানভীর ফয়সাল খান প্রথম হন।

যুবতীদের দাবা র‌্যাপিড ব্লিচে টুঙ্গিপাড়ার প্রাপ্তি বিশ্বাস প্রথম হন। জেলার অনুর্দ্ধ-১৭ বয়সের ছেলে-মেয়েরা ফুটবল, কাবাডি, আরচ্যারী, টেবিল টেনিস, সাঁতার, এ্যাথলেটিকস, ব্যাডমিন্টন ও দাবা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এসব প্রতিযোগিতা শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, সুইমিংপুল এন্ড জিমনেসিয়াম এবং শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here