বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
Bookmark
0
মূলপাতাব্রেকিং নিউজ...টেকেরহাট রাস্তার কাজ শুরু

টেকেরহাট রাস্তার কাজ শুরু

Work on Tekerhat road started

এস এম নজরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।।
স্বপ্নেও ভাবিনেই টেকেরহাট রাস্তার কাজ শুরু হবে আর আমরা তা দেখি যাতি পারবো, ভাল গাড়িতি উঠতিত পারবো, বাড়্রি পাশের বাসস্টান্ডে গেলি দেশ-বিদেশের গাড়ি পাবো। আমাগে সেই স্বপ্ন সত্যি হতি যাচ্ছে, টেকেরহাট রাস্তার কাজ শুরু হইছে।

বিশ্বরোড হচ্ছে, এই রোড দিয়া এখন ভাল ভাল গাড়ি চলবে, বাড়ি পাশের বাসস্টান্ডে গেলি ঢাকা, খুলনা, চিটাগাং, বরিশাল, যশোর, সাতক্ষীরা, ইন্ডিয়ার গাড়ি পাবো। আমাগে এই রাস্তা করি দিয়ার জন্যি আমাগে এমপি শেখ সেলিম আর প্রধানমন্ত্রী শেখ হানিারে ধণ্যবাদ জানাই। এভাবইে কথাগুলো বলছিলেন টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া সড়কের পার্শ্ববতী করপাড়া গ্রামের বাসিন্দা মোঃ সৈয়দ খান।

02 12


শুধু সৈয়দ খানই নয় বনগ্রামের লিয়াকত আলী খান, রুবেল হোসেন ফকির, করপটাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন, টিপু উকিল, বৌলতলী গ্রামের নিত্য মজুমদার, চঞ্চল রায়, সাতপাড় গ্রামের মনিন্দ্র বালা, যুগল বিশ্বাস, চামটা গ্রামের দুলু বিশ্বাসসহ আরো অনেকে তাদের টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া সড়কের কাজ শুরু হওয়া তাদের ভবিষ্যৎ সুযোগ সুবিদার কথা তুলে ধরেন।

গোপালগঞ্জ সওজ অফিস সূত্র জানায়, টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া ৪৪ কিলোমিটার দৈর্ষের জেলা সড়কটি জাতীয় মহাসড়কে উন্নীত করনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ৬’শ ১২ কোটি ৫৮ লক্ষ টাকা ব্যয়ে সড়কটির বর্তমান প্রশস্ততা ১৮ ফুট হতে প্রায় ৩৬ ফুটে উন্নীতকরণ করা হবে। রাস্তার অনেক বিপজ্জনক বাঁক আর থাকবেনা, রাস্তা সরলীকরন হবে।

আগামী ৩০ জুন’২০২৪ এ প্রকল্পের কাজ সম্পন্ন হবে। অফিস সূত্র আরো জানায় টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া সড়কের গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের মোড় হতে টেকেরহাট পর্যন্ত ৩৫ কিেিলামিটার সড়কে বিগত ২০১০ সালের পরে বড় ধরনের কোন সংস্তার হয়নি। যে কারনে রাস্তাটি ছিল একেবারেই জরাজীর্ন। ভাল কোন যানবাহন এই রাস্তায় চলাচল করতোনা। এই ৩৫ কিলোমিটার এলাকার মানুষের যাতায়াতে ব্যাপক দূর্ভোগ পোহাতে হয়েছে। কৃষিপন্য পরিবহনেও এই এলাকার কৃষকদের বাড়তি ব্যয় হয়েছে।

এ বিষয়ে কথা হলে গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন বলেন, টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া সড়কটি এই এলাকার মানুষের জন্য অক্যান্ত গুরুত্বপূর্ন একটি সড়ক। ঢাকা-খুলনা, বরিশাল-খুলনা-সাতক্ষীরা-বেনাপোল, চট্টগ্রাম-খুলনা যাতায়াতের একমাত্র ভায়া সড়ক এটি। সড়কের গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের মোড় হতে টেকেরহাট পর্যন্ত ৩৫ কিলোমিটার সড়কে বিগত ২০১০ সালের পরে বড় ধরনের কোন সংস্তার হয়নি।

মাঝে মধ্যে সামান্য সিলকোট করে পটল মারা হয়েছে। যে কারনে রাস্তাটি ছিল একেবারেই জরাজীর্ন। ভাল কোন যানবাহন এই রাস্তায় চলাচল করতোনা। এই ৩৫ কিলোমিটার এলাকার মানুষের যাতায়াতে ব্যাপক দূর্ভোগ পোহাতে হয়েছে। কৃষিপন্য পরিবহনেও এই এলাকার কৃষকদের বাড়তি ব্যয় হয়েছে।

এই কর্মকর্তা আরো বলেন, সড়কটি জাতীয় মহাসড়কে উন্নীত করনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ৬’শ ১২ কোটি ৫৮ লক্ষ টাকা ব্যয়ে সড়কটির বর্তমান প্রশস্ততা ১৮ ফুট হতে প্রায় ৩৬ ফুটে উন্নীতকরণ করা হবে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে গোপালগঞ্জ সড়ক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সড়কের এ উন্নয়নকাজ দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। দিন দিন জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন চাহিদাও বাড়ছে। সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। সর্বোপরি সড়ক উন্নয়ন বর্তমান সরকারের সুনজরের ফসল। সড়ক বিভাগ ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছে তা বাস্তবায়িত হলে এ অঞ্চলে সড়ক যোগাযোগের আমূল পরিবর্তন সাধিত হবে। এতে গোপালগঞ্জবাসীর জীবনমান উন্নত হবে।

গোপালগঞ্জ সড়ক বিভাগ টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া সড়কের নির্মানকাজ সঠিক গুনগত মান বজায় রেখে দ্রæততম সময়ের মধ্যে শেষ করে জেলাবাসীকে একটি আধুনিক জাতীয় মহাসড়ক উপহার দেবেন এমনটাই প্রত্যাশা সকলের।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments