আরও
    মূলপাতাসারাদেশমাদারীপুরে টিআইবি-সনাক এর মানববন্ধন

    মাদারীপুরে টিআইবি-সনাক এর মানববন্ধন

    বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণ নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।সম্প্রতি এর মাত্রা উল্লেখযোগ্যহারে বেড়ে গেছে। ঘরে-বাইরে, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্রই এর ভয়াবহ শিকার হচ্ছেন কন্যাশিশুসহ সকল বয়সী নারী। নৃশংসতার মাত্রা ও সংখ্যা বিবেচনায় সারা দেশে নারীর প্রতি সহিংসতায় দেশবাসী আতংকগ্রস্থ সময় অতিবাহিত করছে। এই প্রেক্ষাপটে নারী ও শিশুর প্রতি ধর্ষণ ও সহিংসতা রোধে ও সকল অপরাধের বিচার নিশ্চিত করার দাবি নিয়ে সারা বাংলাদেশে ৪৫ টি সনাক ও টিআইবি, ঢাকা এর সাথে একযোগে সচেতন নাগরিক কমিটি (সনাক), মাদারীপুর আজ সকাল ১১.০০ টায় মাদারীপুর শহরস্থ প্রেসক্লাব এর সামনে মূল সড়কে মানববন্ধন এর আয়োজন করে।

    মানববন্ধনে প্রায় ৬০ জন নাগরিক অংশগ্রহণ করেন। (নারী-৩৫) উক্ত মানববন্ধনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সনাকের সদস্যবৃন্দ, ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ, অ্যাকটিভ সিটিজেন প্রুপ (এসিজি) সহ টিআইবির কর্মীগণ অংশগ্রহণ করেন।

    immage 1000 01

    মানববন্ধনে অংশগ্রহণকারীগন সম্প্রতি মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যাসহ নানাবিধ ঘটনা জনমনে দাগ কেটেছে এবং মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে বলে তাদের বক্তব্যে প্রকাশ করেন। সনাক, মাদারীপুর মনে করে একটি ন্যায়ভিত্তিক, জ্ঞান নির্ভর, শোষনমুক্ত, দুর্নীতিমুক্ত, মানাবিক ও শক্তিশালী সমাজ ও রাষ্ট্র গঠনে নারী ও শিশুর প্রতি এহেন নৃশংস আচরণ শুধু অন্তরায়-ই নয়, বরং বিশ্ব মানবতার জন্য মারাত্বক হুমকিস্বরূপ।

    একই সাথে দেশে স্থিতিশীলতা ও সামাজিক জীবনে নিরাপত্তা নিশ্চিতকরনের পথে সুস্পষ্ট অন্তরায়। তাই, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে না পারলে একটি নিরাপত্তাহীন ও ভারসাম্যহীন সমাজব্যবস্থার আতংক জনমনে আরও তীব্রতর হবে।

    মাদারীপুরের সনাক সভাপতি খান মো. শহীদ বলেন, বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণ ও সহিংসতা সম্প্রতি বেড়েই চলেছে, তাই অতিদ্রুত মাগুরার আছিয়াসহ সব ধর্ষণ ও হত্যাকান্ডের যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। সনাক সদস্যগন রাষ্ট্রীয় ও সামাজিকভাবে ধর্ষণকারীদের ঘৃন্য অপরাধ গুলোকে ব্যক্তি পর্যায় থেকে ও সংঘব্ধভাবে রুখে দিতে হবে। আইনপ্রয়োগকারী সংস্থাগুলিকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালন করতে হবে।

    সনাক, ইয়েস এবং এসিজি সদস্যদেরকে পরিবার ও সমাজ থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহবান জানানো হয়। মানববন্ধন থেকে সকলেই দুর্নীতি এবং নারী ও শিশু নির্যাতন এর বিরুদ্ধে গনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিকভাবে দূর্বার আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। এরপর টিআইবির প্রচারণার অংশ হিসেবে নারী ও শিশু ধর্ষণ ও সহিংসতা: বিচার চাই, নির্মূল কর; রুখে দাঁড়াও বাংলাদেশ এর উপর ধারণাপত্রটি অংশগ্রহণকারীরাসহ উপস্থিতিদের মধ্যে বিতরণ করা হয়।(প্রেস বিজ্ঞপ্তি)

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সম্পর্কিত আরও পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    সর্বশেষ খবর

    জাতীয় সংসদ নির্বাচন

    নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রবেশ-অবস্থানে বাধা নেই, আদেশ সংশোধন

    সার্বিক নিরাপত্তা রক্ষার নামে ‘সাংবাদিকদের হুমকি’ মনে জারি করা অফিস আদেশ আপত্তির মুখে সংশোধন করলো নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রবেশ...

    সারাদেশ

    কাশিয়ানীতে সততা সংঘের অনুষ্ঠান

    গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের আয়োজনে ও কাশিয়ানী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহযোগিতায় কাশিয়ানী উপজেলার সিংগা কে.সি.সি.এম. উচ্চ বিদ্যালয়, উদয়ন  বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়,...

    রাজনীতি

    হরতালসহ ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের কর্মসূচিতে যা যা আছে!

    ফেব্রুয়ারির ১৬ ও ১৮ তারিখ হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে...
    - Advertisment -




    Recent Comments