- Advertisement -
স্টাফ রিপোর্টার ।।
গোপালগঞ্জে ডিউটিরত অবস্থায় মোঃ মনিরুজ্জামান নামে এক পুলিশ কনস্টবলের মৃত্যু হয়েছে। নিহত মনিরুজ্জামান গোপালগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন।
মনিরুজ্জামান ফরিদপুর জেলার বোয়ালমারি থানার লঙ্কারচর গ্রামের ইমাম হাসান মোল্যার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, মনিরুজ্জামান প্রতিদিনের ন্যায় রাতে গোপালগঞ্জ শহর এলাকায় টহল ডিউটিতে কর্মরত ছিলেন। রাত চারটার সময় শহরের কোর্ট মসজিদ এলাকায় থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তার সঙ্গের অন্যান্য পুলিশ সদস্য তাকে দ্রুত গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অমিত সরকার তাকে মৃত ঘোষণা করেন।
প্রশাসনিক কার্যক্রম শেষে তার মৃত দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।