আরও
    মূলপাতাবিনোদনঅভিনয় করতে গিয়ে শনের প্রেমে সৃজলা?

    অভিনয় করতে গিয়ে শনের প্রেমে সৃজলা?

    Going to act in love with Saturn?

    টেলিপাড়া বলছে, রোহন ভট্টাচার্য নাকি ‘অতীত’ সৃজলার জীবনে। ধারাবাহিক ‘মন ফাগুন’-এ এক টানা রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে করতে নাকি প্রেমে পড়েছেন শনের! এ দিকে, বেশ কিছু দিন ধরে রোহনও মনোযোগী শরীরচর্চায়। অভিনেতা সেই ছবি ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে।

    বাতাসে বৈশাখ, এ দিকে মনে নাকি চূড়ান্ত ‘ফাগুন’ শন বন্দ্যোপাধ্যায়-সৃজলা গুহর?

    টেলিপাড়া বলছে, রোহন ভট্টাচার্য নাকি ‘অতীত’ সৃজলার জীবনে। ধারাবাহিক ‘মন ফাগুন’-এ এক টানা রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে করতে নাকি প্রেমে পড়েছেন শনের! এ দিকে, বেশ কিছু দিন ধরে রোহনও মনোযোগী শরীরচর্চায়।

    অভিনেতা সেই ছবি ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে। জানিয়েছেন, খুব শিগগিরিই নতুন অবতারে আসতে চলেছেন। সোহিনী সরকার-রণজয় বিষ্ণুর প্রেম ভাঙার খবর বাসি হওয়ার আগেই ফের বিচ্ছেদের খবরে উত্তাল সোশ্যাল মিডিয়াও। রোহনের অনুরাগীদের আক্ষেপ, ‘রোহনের অবস্থাও না জানি সুবানের মতো হয়!’

    এ ভাবেই তাঁরা মনে করে দিয়েছেন কিছু দিন আগে ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র নায়িকা ‘শ্যামা’ ওরফে তিয়াসা আর সুবান রায়ের বিবাহ বিচ্ছেদের কথা। পাশাপাশি, স্টার জলসার পুরস্কার মঞ্চে শন-সৃজলার পারফরমেন্সে অন্য গন্ধ পেয়েছেন দর্শকেরা। ইদানীং পর্দাতেও তাঁদের রসায়নে যেন বাড়তি জৌলুস!

    প্রকৃত ঘটনা কী? কী করছেন এখন তিন জনে? রোহনের ফোনের কলার টিউনে শ্রী রামকৃষ্ণের নামগান! জিম করতে করতেই অভিনেতা ফোন ধরেছেন আনন্দবাজার অনলাইনের। জানিয়েছেন, অভিনেতার ‘পাখির চোখ’ ওয়েব সিরিজ।

    তাই শরীরচর্চা। প্রশ্ন করার আগেই বলেছেন, ‘‘আমার কানেও এসেছে খবরটি। অবাক হইনি। পাঁচ বছর আগে ধারাবাহিক ‘ভজ গোবিন্দ’-র নায়ক-নায়িকা আমি আর স্বস্তিকা দত্ত। তখনও প্রচণ্ড গুঞ্জন ছড়িয়েছিল। না বুঝে অশান্তি করেছিল সৃজলা। আজ ও বুঝতে পারছে।’’

    রোহন আরও যোগ করেছেন, বাবার আকস্মিক মৃত্যু শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি আর তাঁর মা। এত দিন ধারাবাহিক ‘অপরাজিতা অপু’র কারণে মাকে সময় দিতে পারতেন না। তাই এখন দিনের বেশির ভাগ সময়ে মায়ের পাশে ছেলে।

    কারণ, সৃজলা সারা ক্ষণ ব্যস্ত। ধারাবাহিক এবং শো নিয়ে। স্টার জলসার শো-তে ‘টিপ টিপ বরষা পানি’র সঙ্গে শন-সৃজলার নাচ কিন্তু অন্য কথা বলেছে। রোহন দেখেছেন? অভিনেতার দাবি, ‘‘দেখেছি।

    অন্যদের মতো আমিও হাসতে হাসতে বলেছি সৃজলাকে, ব্যাপারটা কী? ওর মতে, যে কোনও অভিনেতার সঙ্গে মন দিয়ে কাজ করলেই এই বাড়তি রসায়ন তৈরি হতে বাধ্য।’’

    শন গত তিন দিন ধরে শহরের বাইরে। ২৬ এপ্রিল জন্মদিন উপলক্ষে গোয়ায়। সৃজলা শহরেই ছিলেন। ২৫ এপ্রিলেও মন দিয়ে রাত ৩টে পর্যন্ত ভি লাইন স্টুডিয়োয় শ্যুট করেছেন। তাঁর সহ-অভিনেতা ছিলেন শাওন দে।

    বেশ কিছুটা সময় প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, ঐশী ভট্টাচার্যও ছিলেন তাঁর সঙ্গে। ২৬ এপ্রিল ছুটি ছিল অভিনেত্রীর। তিনি কি শনের জন্মদিনে যোগ দিতে গোয়ায় উড়ে গিয়েছিলেন? প্রশ্ন ছিল ধারাবাহিকের প্রযোজক স্নিগ্ধা বসুর কাছে।

    তাঁর জবাব, ‘‘শন-সৃজলা প্রচণ্ড পরিশ্রমী। সহ-অভিনেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে, পরিচালকের নির্দেশ মেনে কাজ করেন। আমি কারও ব্যক্তিগত ব্যাপারে তাই আগ্রহী নই।’’ তার পরেই হাসতে হাসতে জানিয়েছেন, ছেলেমেয়েরা মা-বাবাকে জানিয়েই প্রেম করে না! তিনি তো প্রযোজক মাত্র। আর শন-সৃজলা প্রাপ্তবয়স্ক।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সম্পর্কিত আরও পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    সর্বশেষ খবর

    জাতীয় সংসদ নির্বাচন

    সিইসি কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগ

    পদত্যাগ ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচ কমিশনার। বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল কমিশন...

    সারাদেশ

    নড়াইলসহ ২৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

    দেশের ২৬টি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। জেলাগুলো...

    রাজনীতি

    বাতিল হলো বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল হয়েছে। এ জন্য সোমবার ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ জারি করেছেন...
    - Advertisment -




    Recent Comments