গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে।
আজ শনিবার (১৪ ডিসেম্বর)গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরের জয়বাংলা পুকুর পাড়ে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।
সকাল ৯ টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান শহীদের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান। এসময় শহীদের প্রতি সশস্ত্র সালাম জানানো হয়।
![immage 1000 03](https://www.dainikmohona.com/storage/2024/12/immage-1000-03-8-1024x586.jpg)
পরে মুক্তিযোদ্ধা, বিএনপি, উপজেলা প্রশাসন, জেলা উদীচী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধারা ৭১-এর ১৪ ডিসেম্বর গণহত্যার নানান স্মৃতি চারণ করে এ দিনের তাৎপর্য তুলে ধরেন।
![immage 1000 02](https://www.dainikmohona.com/storage/2024/12/immage-1000-02-16-1024x562.jpg)
এ ছাড়া ‘৭১ এর বধ্যভূমি শহিদ স্মৃতিস্তম্বে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।
এর আগে সুবিধাজনক সময়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হবে।