টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
পবিত্র রমজান উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার প্রেসক্লাব কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক।
বিশেষ অতিথি ছিলেন- টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার অমিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাসউ-দুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম।
ইফতারের আগে দেশ ও জনগণের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় অন্যন্যের মধ্যে পৌরসভার কাউন্সিলর ফায়েক শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সবুর শেখ, সাধারণ সম্পাদক পাভেল সর্দার, যুগ্ন সাধারণ সম্পাদক সজল সরকার, সাংগঠনিক সম্পাদক মোজাক্কির বিল্লাহ, সদস্য রকিবুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলায় কর্মরত সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।