গোপালগঞ্জে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বশেমুরবিপ্রবি’র আইন বিভাগের ডিন ডক্টর রাজিউর রহমান,কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, সরকারি বঙ্গবন্ধু কলেজের অর্থনীতি বিভাগের প্রধান মোঃ হাবিবুর রহমান, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার খান। সভাপতিত্ব করেন জেলা প্রতিনিধি এস.এম হুমায়ুন কবীর।
পরে এ উপলক্ষে কেক কাটা হয়।