মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা,
শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণসহ নানান কর্মসূচী হাতে নেয়া হয়েছে।গোপালগঞ্জ জেলা প্রশাসন, শিশু একাডেমি ও শিল্পকলা ও পৌরসভা এসব কর্মসূচীর আয়োজন করেছে।
এ উপলক্ষে আজ বুধবার সকালে গোপালগঞ্জ শিশু একাডেমি ভবনে বিভিন্ন বয়সের ১৩০ জন ক্ষুদে চিত্রশিল্পী রং তুলিতে ফুঁটিয়ে তোলে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের বিভিন্ন দৃশ্য।
শিশু শ্রেনি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৩টি বিভাগের শিক্ষার্থী এবং একই শ্রেনির বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ৩টি বিভাগসহ মোট ৬টি বিভাগের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামীকাল বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে বিজয়ীদের পুরস্কার দেয়া হবে।
এছাড়া দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ বুধবার রাত(২০ ফেব্রুয়ারী) ১২টা ১ মিনিটে গোপালগঞ্জ পৌরপার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, ২১ ফেব্রুয়ারী বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, বইপড়া, সুন্দর হাতের লেখা, সংগীত, কুইজ, রচনা প্রতিযোগীতা আয়োজন করা হয়েছে।
এসব কর্মসূচী সুন্দর ভাবে পালন করতে পৌর পার্কের শহীদ মিনার চত্বর পরিস্কার পরিচ্ছন্ন, লাইটিং সহ বিভিণ্ন সৌন্দয্য মূলক কাজ করা হচ্ছে।