শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদমুকসুদপুরে যাত্রীবাহী বাস ও  মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ  নিহত ৫ 

মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও  মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ  নিহত ৫ 

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একই প‌রিবা‌রের ৪ নারী সদস্য  ও  মাই‌ক্রোবা‌সের ড্রাইভার সহ ৫জন নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আ‌রো  ৩জন আহত হয়েছে । হতাহতরা একই প‌রিবা‌রের সদস্য ব‌লে জানা‌গে‌ছে।

আজ বুধবার(২০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মুকসুদপুন  উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমড়াকান্দি নামক স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে ।

মুকসুদপুর থানার ও‌সি মো. আশরাফুল আলম  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হ‌লেন,   মাদারীপুর জেলার কাল‌কি‌নি উপ‌জেলার গোপালপুর গ্রা‌মের কাজী আবদুল হা‌মি‌দের তিন মে‌য়ে কাজী  সালমা আক্তার (৫৮),  আছমা বেগম (৫৬) কাজী নাছিমা বেগম  (৬২),  ছে‌লে হুমায়ুন কাজীর স্ত্রী কোমল বেগম (৭৫)  ও মাই‌ক্রোবা‌সের ড্রাইভার আলমগীর।

immage 1000 01 21

পুলিশ ও স্থানীয়রা জানায়,  সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি নামক স্থানে ঢাকা গামী  গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বরিশাল গামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয় । এসময় মাইক্রোবাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ড্রাইভার ও ৪ নারী ঘটনাস্থলেই নিহত  হন। এসময়  কাজী আবদুল হামিদের ছে‌লে হুমায়ুন কাজী, মে‌য়ে নাজমা বেগম ও খায়রুল আলম কাজী গুরুতর আহত হন। আহত ৩ জন‌কে মাদারীপু‌রের রা‌জৈর উপ‌জেলা হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। হতাহত‌দের  পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা  উদ্ধার করে । 

প্রত্যক্ষদর্শী সবুজ দত্ত ব‌লেন, তার সাম‌নে এ ঘটনা‌টি ঘ‌টে‌ছে।  গ্লোবার প‌রিবহ‌নের বাস‌টির সাম‌নের ডান চাকা ফে‌টে যায়। আর এ কার‌ণেই মু‌খোমু‌খি সংঘ‌র্ষের ঘটনা‌টি ঘ‌টে‌ছে।

অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক মো. জোবা‌য়ের আহমেদ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে নিহত‌দের প‌রিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকা ক‌রে অনুদান  ও আহত‌দের চি‌কিতসার ব্যবস্থা করা হ‌বে ব‌লে জানান।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments