বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদকোটালীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ১৬ মনোনয়ন প্রত্যাশী

কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ১৬ মনোনয়ন প্রত্যাশী

14 nominations of Awami League

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। ২৩ জানুয়ারী নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষনা করলেও কোটালীপাড়ায় আরো দুই সপ্তাহ আগে থেকেই নির্বাচনী মাঠ গরম রেখেছে তিন নারী মেয়র প্রার্থী সহ ১৬ জন আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী। সবারই প্রত্যাশা দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকায় আওয়ামী লীগের মনোনয়ন তিনিই পাবেন। আর এই প্রত্যাশায় কোটালীপাড়া পৌর এলাকায় এখনই নির্বাচনের মাঠ গরম রেখেছেন প্রার্থী ও তার সমর্থকেরা।

immage 1000 05 1

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার কোটালীপাড়া পৌরসভা নির্বাচন আগামী ২০ মার্চ। ২৩ জানুয়ারী নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষনা করেছে। আগামী ২০ মার্চ গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৩ জানুয়ারী নির্বাচন কমিশন সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানাগেছে। তাতে বলা হয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন, মনোনয়ন পত্র বাছাই ২০ ফেব্রুয়ারী এবং প্রার্র্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ফেব্রুয়ারী।

immage 1000 02 19

গোপালগঞ্জের কোটালীপাড়া প্রায় শতভাগ আওয়ামী লীগের ভোটার। বিগত পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র শেখ কামাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এবারও শেষ পর্যন্ত মনোনয়ন দেয়া হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন আওয়ামী লীগের প্রার্র্থী। তাইতো মেয়র পদে ভোটের মাঠের থেকে মনোনয়নের দৌড়ে জিততে সব প্রার্থীরা মরিয়া হয়ে ছুটছেন।

মেয়র পদটি বাগাতে সব প্রার্থীরা আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাদের কাছে ধর্না দিতে শুরু করেছেন।একবার ঢাকা, একবার কোটালীপাড়া দোড়াদৌড়ি করছেন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচত হলে কোটালীপাড়া পৌরসভাকে ডিজিটাল ও স্মার্ট পৌরসভা গড়ে তোলার অঙ্গিকার করেন।

immage 1000 03 3

শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান এবং তার স্ত্রী উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক সাবানা মেয়র পদে মনোনয়নের জন্য তাদের জীবনবৃত্তান্ত জমা দেন। এছাড়াও বর্তমান পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়মী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা এডভোকেট দেলোয়ার হোসেন সরদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র এস এম মিজানুর রহমান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. মোঃ আলীউজ্জামান শেখ, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান নার্গিস সুলতানা, ব্যবসায়ী কমল সেন তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

immage 1000 04 2

বর্তমান মেয়র ও আওয়ামী লীগ নেতা শেখ কামাল হোসেন বলেন, বিগত দুই বছর করোনার কারনে তিনি পৌরসভার উন্নয়নে ভূমিকা রাখতে পারেননি। তারপরও তিনি তার আমলে যেসব উন্নয়ন করেছেন তা আগের মেয়র এর আমলে করতে পারেনি। তিনি বলেন, আমাকে আরেকবার আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে মেয়র নির্বাচিত হবার সুযোগ দিলে পৌর এলাকার যেসব উন্নয়ন কাজ বাকী রয়েছে তা তিনি সম্পন্ন করতে পারবেন বলে জানান।

সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা অহেদুল ইসলাম হাজরা জানান, তিনি এ পৌরসভায় দুইবারের মতো মেয়র ও চেয়ারম্যান পদে জনগনের সেবা করার সুযোগ পেয়েছেন। তার বিরুদ্ধে জনগনের কোন অভিযোগ নেই।তিনিই সবচেয়ে বেশী উন্নয়ন করেছেন দাবী করে আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেবেন বলে তিনি বিশ্বাস করেন।

immage 1000 06

আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা জানান, তিনি দীর্ঘবছর ছাত্রলীগ, যুবলীগ ও শেষ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। নতুন নেতৃত্বের হাতে কোটালপিাগা পৌরসবা পরিচালনার দ্বায়িত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট পৌরসভা গড়ে তুলতে তাকেই মনোনয়ন দেবেন এটা তিনি আশা করেন।

জিপি ও কৃষকলীগ নেতা সরদার দেলোয়ার হোসেন বলেন, আমাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হলে আমি মেয়র নির্বাচিত হয়ে পৌরসভাকে একটি আধুনিক ও স্মা্ট পৌরসভায় রুপান্তরিত করবো। পৌরসভা এলাকা থেকে সব ধরনের অনিয়ম দূর করবো।

immage 1000 07

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ইতোমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা নিয়েছেন। ২৩ জানুয়ারী পর্যন্ত ১৬ মনোনয়ন প্রত্যাশী তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এসব জেলা আওয়ামী লীগের হাত ঘুরে প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপি শেখ হাসিনার কাছে যাবে। তিনি যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী আওয়ামী লীগ নেতাকর্মীরা কাজ করবেন।

আগামী ২০ মার্চের অনুষ্ঠিতব্য কোটালীপাড়া পৌর নির্বাচনে কার মাথায় উঠবে মেয়র-এর মুকুট তা নির্ধারন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, তফসিল ঘোষনার পরেও এ উপজেলায় আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলের নেতা কর্মীদের নির্বাচনী মাঠে দেখা যায়নি। এমনকি আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলের সম্ভাব্য মেয়র প্রার্থীর পোস্টার, ব্যানার, ফেস্টুনও চোখে পড়েনি।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

সরকারী বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যাপক মহেন্দ্র নাথ বিশ্বাস পরলোকে

গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মহেন্দ্র নাথ বিশ্বাস গত বুধবার(২৭ মার্চ) বিকেলে বার্দ্ধক্যজনিত কারনে ইহধাম ত্যাগ করেছেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments