বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদবীণাপাণি উচ্চ বিদ্যালয়ের শির্ক্ষার্থীদের পুনঃমিলনী

বীণাপাণি উচ্চ বিদ্যালয়ের শির্ক্ষার্থীদের পুনঃমিলনী

Binapani High School Students Reunion


“হৃদয়ে বীণাপাণি”এই শ্লোগানকে বুকে ধারন করে গোপালগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বীণাপাণি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শির্ক্ষার্থীদের পুনঃমিলনী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ৯২ বছর বয়সে এবারই প্রথম এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করলো প্রাক্তন শিক্ষার্থীরা। দিনটি পালন উপলক্ষে সকাল ১০টায় চার প্রজন্মের প্রায় দেড় হাজার শিক্ষার্থী একত্রিত হয় স্কুল প্রাঙ্গণে। বিপুল সংখ্যক মানুষ বিদ্যালয় চত্বরে একত্রিত হতে পেরে আনন্দ উল্লাস করে খুশীর বর্হির প্রকাশ ঘটান।

immage 1000 04 1

এক অপরকে জড়িয়ে মোলাকাত করে আনন্দ ভাগাভাগি করেন। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং প্রবাসে অবস্থানকারীরাও হাজির হয়েছিলেন এই পুনঃমিলনী অনুষ্ঠানে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অনুষ্ঠান স্থল গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ চত্বরে গিয়ে শেষ করে। সেখানে দিনব্যাপী অনুষ্ঠিত হয় বিভিন্ন কর্মসূচী।

immage 1000 02 16

বেলা ১২টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত শেষে বীণাপাণি স্কুলের থিমসং পরিবেশন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা সভাপতিত্ব করেন। সভায় প্রাক্তন শিক্ষার্থী খালেদ ফিরোজ জলি, বীণাপাণি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃম্ময় বাড়ৈ, প্রাক্তন ছাত্রী রাশেদা খানম রিনা, রেশমা আক্তার হাসি, আয়োজক কমিটির মেম্বার সেক্রেটারী সিলভিয়া আক্তার চিনাসহ প্রমূখ বক্তব্য রাখেন।

immage 1000 05

আলোচনা সভা শেষে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে সন্মাননা জানানো হয়।
বক্তরা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও সহপাঠীদের স্মৃতিচারণ করেন। পরে বিকালে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক সন্ধ্যা। দেশের বেশ কয়েকজন খ্যাতিমান শিল্পী সংগীত পরিবেশনে করে দর্শকদের আনন্দ দেন।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments