শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদবশেমুরবিপ্রবি-তে নিন্দা

বশেমুরবিপ্রবি-তে নিন্দা

Condemnation in Bashemurabiprab

শিক্ষক উৎপল কুমার সরকারকে নৃশংসভাবে হত্যা, অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসসহ পূর্বাপর শিক্ষক সমাজের উপর হামলা ও মানহানির তীব্র নিন্দা, জোর প্রতিবাদ ও অতিসত্ত¡র বিচারের দাবিতে স্মারকলিপি দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) সংগঠনটির আহŸায়ক মো. রোকনুজ্জামান এবং সদস্য সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক স্মারকলিপি থেকে এ তথ্য জানা গেছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, দেশে বেশ কয়েকটি শিক্ষক নিপীড়নের ঘটনা ঘটেছে। গত ১৭ জুন নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে বিনা অপরাধে জনসম্মুখে অপমান-অপদস্থ করার উদ্দেশ্যে ন্যক্কারজনকভাবে গলায় জুতার মালা পরানো হয়েছে। এর ঠিক দশদিনের মাথায় ২৭ জুন সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল ও কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক এবং উক্ত কলেজের শৃঙ্খলা কমিটির সভাপতি উৎপল কুমার সরকারকে মধ্যযুগীয় কায়দায় নৃশংসভাবে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। এ সবই হয়েছে জনসম্মুখে দিনে দুপুরে। এহেন বিপদসংকুল পরিবেশে শিক্ষকসমাজ আজকে চূড়ান্তরকম নিরাপত্তাহীনতার ভেতর দিয়ে দিনানিপাত করছে।

স্মারকলিপিতে শিক্ষকদের নিরাপত্তা চেয়ে বলা হয়েছে, উদ্ভুত পরিস্থিতি এদেশের সার্বিক স্থিতিশীলতা, সামাজিক মূল্যবোধ ও প্রচলিত আইনের পরিপন্থী। হত্যাকান্ডের শিকার শিক্ষক-পরিবার ও বিভিন্ন পর্যায়ের শিক্ষকগণের প্রতি হয়ে যাওয়া নিষ্পেষণের প্রতি আমরা সমবেদনা জানাই। সম্মিলিতভাবে রাষ্ট্র ও স্বাধীনতার সপক্ষের সরকারের কাছে বঙ্গবন্ধুর বাংলাদেশের মৌলিকত্বের সাথে সাংঘর্ষিক এমন চর্চাকে নিন্দা করি। বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতার চেতনা অক্ষুন্ন রাখতে এ ধরনের নৈতিকতাবিরোধী ঘটনার বিচারের জোর দাবি জানানোর পাশাপাশি, বশেমুরবিপ্রবি’র “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য” মনে করে জড়িত সবার তড়িৎ শাস্তিসহ নিপীড়িত শিক্ষকগণের নিরাপত্তা সুনিশ্চিতকরণ প্রয়োজন।

এবিষয়ে বশেমুরবিপ্রবির বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্যের সদস্য সচিব হাবিবুর রহমান বলেন, আজ শিক্ষক সমাজ নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানেই আঘাত, অপমান-অপদস্থের শিকার হচ্ছেন। এগুলো একটি আদর্শ রাষ্ট্র-সমাজের জন্য মোটেও কাম্য নয়। মধ্যযুগীয় এমন আচরণ থেকে বের হয়ে এসে দেশকে জঞ্জালমুক্ত রাখতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments