বুধবার, মে ১, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদবন্যার্তদের পাশে কোটালীপাড়ার জ্ঞানের আলো পাঠাগার

বন্যার্তদের পাশে কোটালীপাড়ার জ্ঞানের আলো পাঠাগার

The light library of knowledge of Kotalipara next to the flood victims

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছে জ্ঞানের আলো পাঠাগার নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

গত বুধ ও বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠানের সদস্যরা ট্রলারযোগে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। পাশাপাশি কয়েকটি স্থায়ী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পিং এর মাধ্যমে ৩ শতাধিক ব্যক্তিকে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করে সংগঠনটি।

বিতরনকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবন, মুড়ি ও সাবান। এক সপ্তাহব্যাপী এই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাদূর্গতদের মাঝেসংগঠনটির উদ্যোগে খাদ্য ও পোষাক সামগ্রী এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংগঠনটির সদস্যরা। গত বুধবার সাকলে তাহিরপুর উপজেলা পরিষদ চত্তরে ত্রাণ ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, জ্ঞানের আলো পাঠাগারের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ, সিনিয়র সদস্য দিদার খান প্রমুখ।

000 2

জ্ঞানের আলো পাঠাগারের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ বলেন, সুনামগঞ্জ জেলায় স্মরণকালের বন্যা দেখে আমরা কোটালীপড়া উপজেলাবাসীর কাছে সহায়তা চাই বন্যায় ক্ষতিগ্রস্থদের কিছু উপহার দিয়ে একটু সহায়তার জন্য। এই আহবানে সাড়া দিয়ে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিছু আর্থিক অনুদান করেছেন। আরএইসব আর্থিক অনুদান দিয়ে এই উপজেলার বন্যা কবলিতদের মাঝে সহায়তা করা হচ্ছে।

দক্ষিণশ্রীপুর ইউনিয়নের ইকরামপুর গ্রামের পক্ষাঘাতগ্রস্থ রঞ্জন সরকার খাদ্য ও ওষুধ সামগ্রী পেয়ে বলেন, আজ অনেক আনন্দ লাগছে। বন্যার কারনে কোন কাজকর্ম নেই পরিবারের সবাই বেকার হয়ে পড়েছেন। জ্ঞানের আলো পাঠাগারের ত্রাণ পাইয়ে ভালা লাগছে। খলাহাটি গ্রামের শুকুরোন বেগম বলেন, অনেক কষ্ট। ঘরে খাওনদাওন নাই। কোথাও ভিক্ষাও চাইতে পারি না। আজ ত্রাণ পেয়ে উপুকার হইলে। ৮০ বছরের বৃদ্ধা বেবী রানী বলেন, দুই/তিনদিন ধইরা ঠান্ডা লাগছে, ওষুধ কেনার সার্মাথ্য নাই আইজ ত্রাণের সাথে ওষুধও দিছে প্রধানমন্ত্রীর এলাকার জ্ঞানের আলো পাঠাগার। খুব স্বস্তি লাগছে।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments