গোপালগঞ্জ নিরাপদ অভিবাসন নিয়ে সেমিনার

Gopalganj Seminar on safe immigration

immage 1000 01 6

“থাকবো ভালো, রাখবো ভালো দেশ। বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ” এই স্লোগানে গোপালগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৫ ফেব্রুয়ারী) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, গোপালগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্টী পদ রায়, গোপালগঞ্জ টিটিসির অধ্যক্ষ  এ কে এম শাহিদুল ইসলাম চৌধুরী, টুঙ্গিপাড়া টিটিসির অধ্যক্ষ শাহনাজ পারভীন, সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশিষ কুমার দাস, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সৈয়দ মিরাজুল ইসলাম , শেখ মোস্তফা জামান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা নিরাপদ অভিবাসন নিশ্চিত করার আহ্বান জানান। সেই সাথে  বৈধ চ্যানেলে প্রবাসীদের দেশে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here