বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদআঞ্চলিক মহাসড়কের মাঝে প্রায় ২শ” বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে রাস্তা নির্মান

আঞ্চলিক মহাসড়কের মাঝে প্রায় ২শ” বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে রাস্তা নির্মান

Road construction is going on with about 200" electric pole in the middle of the regional highway

টেকেরহাট-গোপালগঞ্জ ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের রাস্তার মাঝ খানে প্রায় ২শ’ বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে মহাসড়ক প্রশস্ত করন ও উন্নয় কাজ। এতে রাস্তা প্রশস্ত হলেও সুফল মিলবেনা বলে জানিয়েছে এলাকাবাসি। সড়ক ও জনপথ বিভাগ বলছে, বিদ্যুৎ বিভাগকে(ওজোপাডিকো) খূঁটি সরানোর জন্য চিঠি দেয়া হলেও তারা খুঁটি সরানোর কোন উদ্যোগ নিচ্ছেনা।অন্যদিকে, বিদ্যুত বিভাগ (ওজোপাডিকো) বলছে অর্থ বরাদ্দ পেলেই তারা খুঁটি সরানোর কাজ করবে। স ও জ আর বিদ্যুৎ বিভাগের রশি টানাটানিতে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা নিয়ে শংকা দেখা দিয়েছে।

immage 1000 02 4

গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের অধীনে টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া ৪৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক ৬টি প্যাকেজে ১৮ ফুট থেকে ৩৪ ফুট প্রশস্ত করার কাজ চলছে। ইতোমধ্যে নির্মা্ন কাজের ১ বছর পেরিয়েছে। আগামী বছরের জুনের মধ্যে কাজ শেষ করার তাড়া রয়েছে সংশ্লিষ্ট বিভাগের।কিন্তু, গোপালগঞ্জ অংশে ৫ ও ৬ নম্বর প্যাকেজের বর্ধিত অংশের মধ্যে রয়েছে বিদ্যুৎ (ওজোপাডিকোর) বিভাগের প্রায় ২শ” বৈদ্যুতিক খুঁটি।রাস্তা প্রশস্ত কাজ করতে গিয়ে এসব খুঁটি রাস্তার মাঝ খানে চলে এসেছে। এসব বৈদ্যুতিক খূঁটি অপসারন না করেই চলছে রাস্তা প্রশস্ত করার কাজ।

immage 1000 03 2

এসব পিলারের কারনে দুর্ঘটনা বাড়বে বলে এলাকাবাসি ও যানবাহন চালকরা মনে করেন। রাস্তার মাঝ থেকে পিলার না সরানোর কারনে সঠিক মত রোলার দিয়ে মাটি ভরাট করতে পারছেনা শ্রমিকরা। এতে করে ঐ স্থানে মাটি ঠিক মত না বসার কারনে পরবর্তিতে মাটি বসে গিয়ে গর্তের সৃষ্টি হতে পারে বলে মনে করেন তারা।

প্রজেক্ট ম্যনেজার বিভূতি ভূষন ভৌমিক ও টিকাদার কামরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক খুটি না সরিয়ে কাজ করায় মাটি ঠিকমত বসানো যাচ্ছে না। কাজের পর যদি আবার খুটি উঠিয়ে কাজ করা হয় তাহলে ঠিকমত কমপেকশন হবেনা। আর একারেন কাজের মান ভাল হবেনা এবং সময় মতো কাজ শেষ করা সম্ভব হবেনা।

immage 1000 04

গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন বলেন, সদর উপজেলার হরিদাশপুর এলাকা থেকে ঘোনাপাড়া পর্যন্ত বিদ্যুৎ বিভাগকে তাদের প্রায় ২শ” বৈদ্যুতিক খুটি সরিয়ে নেয়ার জন্য চিঠি দেয়া হলেও তারা তা করছেন না। যে কারেন কাজের অগ্রগতি কমে যাচ্ছে বলে মন্তব্য করেন।

গোপালগঞ্জ ওজোপাডিকো-র নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম বলেন, বিদ্যুতের খুঁটি সরোনোর প্রাক্কলিত টাকা হাতে পেলেই সরানোর কাজ হাতে নেয়া হবে।

immage 1000 05

২০২৪ সালের ৩০ জুন এই মহাসড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই মহাসড়কের কাজ শেষ হলে ঢাকা-খুলনা মহাসড়কের উপর যানবাহনের চাপ কমবে।ঢাকার সাথে খুলনার দূরত্ব ২৫ কিলোমিটার কমে আসবে। এতে যানবাহনের জ্বালানী খরচ সাশ্রয়ের পাশাপাশি যাতায়াতকারীদের সময়ও কম লাগবে।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

প্রচন্ড তাপদাহে ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে কুয়াকাটা পৌছালো তিন রোভার স্কাউট

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে প্রচন্ড তাপদাহে ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পটুয়াখালীর কুয়াকাটা পৌছালো রোভার স্কাউটের ৩ সদস্য। গত সোমবার দিবাগত...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments