গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগীয় স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করা হয়েছে।
আজ বুধবার(৮ ফেব্রুয়ারী)দুপুরে হাসপাতালের বহির্বিভাগীয় স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক(প্রশাসন) প্রফেসর ডাঃ মোঃ সামিউল ইসলাম।
শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মনোয়ার হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ মোঃ জাকির হোসেন, ঢাকা বিভাগের পরিচালক ডাঃ মোঃ ফরিদ হোসেন মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চুসহ অনেকে বক্তব্য রাখেন।

জেলা শহরের নবীববাগ এলাকায় ৩৬ একর জায়গার উপর প্রায় ৭০৫ কোটি ৫৮ লক্ষ টাকা ব্যায়ে ৫০০ শয্যা বিশিস্ট শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করা হয়। বহির্বিভাগীয় স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু হওয়ার ফলে মাত্র ১০ টাকা মূল্যের টিকিটের বিনিময়ে স্বাস্থ্য সেবা নিতে পারবে গোপালগঞ্জ সহ নড়াইল, বাগেরহাট, মাদারীপুর ও আশপাশের জেলার হাজার হাজার রোগী।