শুক্রবার, মে ১৭, ২০২৪
Bookmark
0
মূলপাতাব্রেকিং নিউজ...আগামী নির্বাচন নিয়ে করা ষড়যন্ত্র ছাত্রলীগকে মোকাবেল করতে হবে- নানক

আগামী নির্বাচন নিয়ে করা ষড়যন্ত্র ছাত্রলীগকে মোকাবেল করতে হবে- নানক

স্টাফ রিপোর্টার।।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ছাত্রলীগের নেতা-কর্মিদের উদ্দেশ্যে বলেছেন,সময়ের প্রয়োজনে ছাত্রলীগ সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ ছাত্রলীগ হলো একটি এলিট ফোর্স।

 

তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হবে। সেই ষড়যন্ত্র মোকাবেল করতে হবে ছাত্রলীগকে।নির্বাচনের আর মাত্র পৌনে ২বছর বাকী আছে। আগামী নির্বাচনেও ছাত্রলীগ সঠিক সিদ্ধান্ত নেবে।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে সপ্তাহব্যাপী চলা কর্মসূচির তৃতীয় দিনে কেন্দ্রীয় ছাত্রলীগের ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

 

আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধুর সমাধি সৌর্ধের ১ নং গেটে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

ছাত্রলীগকে সুসংগঠিত হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ছাত্রলীগকে হতে হবে শেখ হাসিনার নির্ভরতার ক্যান্টনমেন্ট। তাই ছাত্রলীগকে সুশৃংখল হতে হবে। সুসংগঠিত হতে হবে। তবেই শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে।

 

নানক বলেন, ছাত্রলীগ নেতা-কর্মিদের বঙ্গবন্ধু সম্পর্কে আরো শিখতে, জানতে ও বুঝতে হবে।নিজেদের জীবনে বঙ্গবন্ধুর জীবনকে অনুসরণ করতে হবে। আমাদের নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসমাপ্ত গুরু দায়িত্ব গ্রহন করেছেন। সেই গুরু দায়িত্ব গ্রহন করতে গিয়ে নানা ষড়যন্ত্রের হয়েছে। তাকে ১৯ বার মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। হত্যার চেষ্টা করা হয়েছে।

 

তিনি আরো বলেন, বিডিআর বিদ্রোহ ঘটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা চ্যুত করার ষড়যন্ত্র হয়েছে।শেখ হাসিনার চৌকস নেতৃত্বের কারণে তা ব্যর্থ হয়েছে।হেফাজতের শাপলা চত্বরের আন্দোলনও শেখ হাসিনার নেতৃত্বে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হয়েছিলো।

 

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়-এর সভাপতিত্বে ছাত্র সমাবেশে অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এমপি, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, আবু সাইদ আল মাহমুদ এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক লেখক ভট্রাচার‌্য, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নিউটন মোল্লা, সাধারন সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রেজাউল বিশ্বাস ও সাধারন সম্পাদক মোঃ বাবুল হোসেন খোকন প্রমূখ বক্তব্য রাখেন।

 

এরআগে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্রলীগের নেতাকর্মিরা সমাবেশে যোগ দেন। হাজার হাজার নেতাকর্মি ফেন্টুন, পোস্টার ও ব্যানার নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল।

 

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

নিরাপদ খাদ্য নিশ্চিতে গোপালগঞ্জের হোটেল রোস্তরার খাবারের নমূনা সংগ্রহ শুরু

নিরাপদ খাবার নিশ্চিতে গোপালগঞ্জের হোটেল রেস্তোরার খাবারের নমূনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো শুরু হয়েছে। জাইকা বিএফএসএ ফুড সেফটি প্রজেক্টের আওতায় আজ বৃহস্পতিবার শহরের নিউ খান স্নাকস...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments