বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Bookmark
0
মূলপাতাব্রেকিং নিউজ...“সাহায্যের হাত বাড়ান আরাজের চিকিৎসায়”

“সাহায্যের হাত বাড়ান আরাজের চিকিৎসায়”

"Extend a helping hand to treat Araj"

স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুরপালা গ্রামের দরিদ্র আকাশ সিকদারের ২৬ দিন বয়সী ফুটফুটে ছেলে আরাজ সিকদার। মায়ের বুকের দুধ খেয়ে আর কোলের মধ্যে খেলা করে কাটানোর কথা থাকলেও বিরল রোগে আক্রান্ত হয়ে ছুটতে হচ্ছে হাসপাতাল থেকে হাসপাতালে। সময়ের সেকেন্ডের সাথে পাল্লা দিয়ে বড় হয়ে যাচ্ছে আরাজের মাথা। শিশু সন্তান আরাজকে নিয়ে দিন-রাত নির্ঘুম কাটছে পরিবারের সদস্যদের।যে কেউ সহায়তা পাঠাতে পারেন নিচের মোবাইল নাম্বারে ০১৯৮৫-৬২৭৬৯০ (পার্সোনাল : বিকাশ, নগদ ও রকেট)।

দরিদ্র আকাশ সিকদার জানান, জন্মের সময়ই দেখা যায় আরাজের মাথাটি স্বাভাবিকের তুলনায় কিছুটা বড়। ঘন্টা দিন পেরুতে না পেরুতেই আরো বড় হয়ে যাচ্ছে। জন্মের ২ দিনের মাথায় চিকিৎসার জন্য আরাজকে নিয়ে যাওয়া হয় শিশু বিশেষজ্ঞ ডাঃ জাফরুল বারীর কাছে। তিনি পরামর্শ দেন তাকে দ্রুত ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে।

এরপর ৪ দিন বয়সের সময় শিশু আরাজকে নিয়ে যাওয়া হয় ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে। আউটডোরে টিকিট কেটে ডাক্তারের কাছে গেলে তারা বলেন, আরাজের দ্রুত অপারেশন করতে হবে। কিন্তু ১০ দিন এই হাসপাতালে ঘুরেও ভর্তি করাতে ব্যর্থ হন আরাজের অসহায় বাবা আকাশ সিকদার। পরে ওখান থেকে আনঅফিসিয়ালী পরামর্শ দেওয়া হয় প্রাইভেট হাসপাতালে নিয়ে দ্রুত অপারেশন করানোর জন্য। না হলে শিশুটির বেঁচে থাকা অনিশ্চিত হয়ে পড়বে। আর অপারেশনের জন্য প্রয়োজন পড়বে ৫ থেকে ৭ লক্ষ টাকা। এমন পরিস্থিতিতে পৃথিবীটা অন্ধকার মনে হয় আরাজের বাবা-মায়ের। তাদের সংসারে ৮ বছর বয়সী আরো ২ জমজ সন্তান রয়েছে। তারা কুরপালা প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীতে পড়ে।

এদিকে আরাজের দরিদ্র বাবা আকাশ সিকদার সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন। মালি হিসেবে কর্মরত ছিলেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। দুষ্ট চক্রের পাল্লায় পড়ে আজ ১১ মাস সাসপেনশনে রয়েছেন তিনি তাই বেতনও বন্ধ। একদিকে চাকরির চিন্তা, অন্যদিকে বেতন বন্ধ থাকায় সংসার খরচ যোগানোর চিন্তা সেই সাথে শিশু সন্তানের এই অবস্থায় যেন মড়ার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে আরাজের বয়স ২৬ দিন পার হয়েছে। বয়স ৩০ দিন হওয়ার আগেই অপারেশন করা দরকার। বর্তমানে আরাজকে নিয়ে আশুতিয়া গ্রামের নানা অহিদুল ফকিরে বাড়ীতে রয়েছেন পরিবারটি।

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, আরাজের চিকিৎসায় কেউ এগিয়ে না আসায় আরাজের বাবা-মা জ্ঞানের আলো পাঠাগার কর্তৃপক্ষের শরনাপন্ন হয়। শিশুটিকে বাঁচাতে আমরা তহবিল গঠনের উদ্যোগ নিয়েছি। সবাইকে সহায়তা তহবিলে দান করে মানবতার সেবায় অংশ নেয়ার জন্য আহবান জানাচ্ছি। ইতিমধ্যে সামান্য কিছু টাকা সাহায্য পাওয়া গেছে। তা’দিয়ে আরাজের চিকিৎসা শুরু করা সম্ভব নয়। সকলের কাছে দাবী, আপনার যাকাতের একটি অংশ দান করুন জ্ঞানের আলো পাঠাগারের ‘‘শিশু আরাজের চিকিৎসা ও দরিদ্রের সহায়তা তহবিলে’’

যে কেউ সহায়তা পাঠাতে পারে নিচের মোবাইল নাম্বারে ০১৯৮৫-৬২৭৬৯০ (পার্সোনাল : বিকাশ, নগদ ও রকেট)।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশ

প্রচন্ড তাপদাহে ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে কুয়াকাটা পৌছালো তিন রোভার স্কাউট

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে প্রচন্ড তাপদাহে ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পটুয়াখালীর কুয়াকাটা পৌছালো রোভার স্কাউটের ৩ সদস্য। গত সোমবার দিবাগত...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments