শুক্রবার, মে ১৭, ২০২৪
Bookmark
0
মূলপাতাব্রেকিং নিউজ...অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

Students protest against irregularities and corruption

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী এস.এম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে ও অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল, ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালন ও স্মরকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।

আজ সোমবার (১১ এপ্রিল) দুপুরে এস.এম মডেল সরকারী উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাইন উদ্দিন ভূঁইয়াকে অপসারনের দাবীতে বিভিন্ন শ্নোগান দেয় শিক্ষার্থীরা।

পরে শিক্ষার্থীদের তিন সদস্যের একটি দল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) মোঃ রাশেদুর রহমানের কাছে প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম তুলে ধরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষার্থীদের নানা অভিযোগ শোনেন।

স্মারকলিপিতে বলা হয়, ক্লাস রুমের সংকট থাকলেও তিনি তিনটি ক্লাস রুম দখল করে নিজের বাস ভবন তৈরী করেছেন, স্কুলের ২৫ কম্পিউটারের মধ্যে ১৫ কম্পিউটার বিক্রি করে দিয়েছেন, বোর্ডকৃত রেজিষ্ট্রশন ফি ৭০ টাকার বদলে ২৫০ টাকা ও টিফিন ফান্ড থেকে প্রতি মাসে ১২ হাজার টাকা নিজের সম্মানীভাতা হিসাবে নিয়ে থাকেন তিনি।

এস.এম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আল আমিন বলেন, আমরা জেলার একটি ঐতিহ্যবাহী স্কুলে পড়াশোনা করি। এখানে আমরা দূর্নীতি শিখতে আসিনি। আমাদের টিফিন ফান্ড থেকে প্রতি মাসে ১২ হাজার টাকা নেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। যে কারনে আমাদের নিম্নমানের টিফিন দেয়া হয়।

৯ম শ্রেনীর শিক্ষার্থী তাওশীন ইসলাম নাহিয়ান বলেন, আমাদের বেতন হলো ১২৫ টাকা। সেখানে তিন মাসে বেতন হয় ৩৭৫ টাকা। কিন্তু আমাদের প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৮৪০ টাকা কেন নিয়েছেন আমরা তা জানিনা।

১০ শ্রেনীর শিক্ষার্থী সিয়াম আহম্মেদ বলেন, আমাদের কম্পিউটার ল্যাবে ২৫টি কম্পিউটার ছিল। কিন্তু এর মধ্যে ১৫টি কম্পিউটার বিক্রি করে দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমারা দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের বিচার চাই।

এ ব্যাপারে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাইন উদ্দিন ভূঁইয়া তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি যা কিছু করেছি প্রতিষ্ঠানের স্বার্থে করেছি ব্যক্তি স্বার্থে কিছু করিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) মোঃ রাশেদুর রহমান বলেন, এস.এম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আমি তাদের কথা শুনেছি। শিক্ষার্থীরা একটি অভিযোগ দিয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছুটিতে ঢাকায় রয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

নিরাপদ খাদ্য নিশ্চিতে গোপালগঞ্জের হোটেল রোস্তরার খাবারের নমূনা সংগ্রহ শুরু

নিরাপদ খাবার নিশ্চিতে গোপালগঞ্জের হোটেল রেস্তোরার খাবারের নমূনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো শুরু হয়েছে। জাইকা বিএফএসএ ফুড সেফটি প্রজেক্টের আওতায় আজ বৃহস্পতিবার শহরের নিউ খান স্নাকস...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments