সাংস্কৃতিক খাতে বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মিরা।
আজ শনিবার বেলা ১১টার সময় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে দাড়িয়ে হাতে হাত ধরে মানববন্ধন করেছে গোপালগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মিরা।

মানববন্ধনে গোপালগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ নাজমুল ইসলাম বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, এ দেশের সাংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে, সাংস্কৃতির বিস্তার করতে হলে সাংস্কৃতির পিছনে অর্থায়ন করতে হবে।এবারের বাজেটে সাংস্কৃতি খাতে যে বাজেট বরাদ্দ হয়েছে তা পর্যাপ্ত নয়। তিনি সাংস্কৃতিক খাতে বাজেট বৃদ্ধির দাবি জানান।
এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি রাখাল কিশোর ঠাকুর, দুলাল দাস, সাধারণ সম্পাদক গাজি মোস্তাফিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক গোপাল দাস, গোপালগঞ্জ থিয়েটারের সভাপতি শেখ আব্দুস সবুরসহ সাংস্কৃতিক অঙ্গনের শিল্পি ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।