জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” পদক প্রাপ্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন এ কর্মসূচীর আয়োজন করে।
আজ রবিবার(২৮ মে) বিকেলে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে সুশাসন চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার।জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জি.এম সাহাবউদ্দিন আজম, জেলা পরিষদের চেয়ারম্যান মুন্সি আতিয়ার রহমান, উপজেলা চেয়ারম্যান লুৎফর রহমান বাচ্চু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর প্রমুখ বক্তব্য রাখেন।