শনিবার, মে ১৮, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদমনোনয়ন পত্র জমা দিলেন ফারুক খান

মনোনয়ন পত্র জমা দিলেন ফারুক খান

মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধি।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১টার সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলুর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তার প্রমাণ আমার আসনে বর্তমান বিরোধী দল জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের প্রার্থীরা এবং স্বতন্ত্রপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রধানমন্ত্রীর গত ১৫ বছরের উন্নয়ন, সুশাসন ও সেবার ওপর আস্থা রেখে এই নির্বাচনেও জনগণ নৌকাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন।

তিনি আরও বলেন, আমি মনে করি নির্বাচন মানেই প্রতিদ্বন্দ্বীতা। সুতরাং যারা যারা স্বতন্ত্র অথবা বিভিন্ন দল থেকে নির্বাচন করার জন্য ফরম কিনেছেন এবং জমা করবেন আমি তাদেরকে স্বাগত জানাই। আমরা বাংলাদেশে গণতন্ত্র প্র্যাকটিস করি। গণতন্ত্র মানেই প্রতিদ্বন্দ্বীতা আর প্রতিদ্বন্দ্বীতা মানেই জনগনকে পছন্দ করতে দেয়া। সুতরাং আমি তাদেরকে স্বাগত জানাই এবং আমরা সকলে মিলেমিশে যে শান্তিপূর্ণ ভাবে সুষ্ঠ এবং অংশগ্রহনমূলক নির্বাচন হবে। আমি শতভাগ আশাবাদী। আমি এর আগে পাঁচবার নির্বাচন করেছি প্রতিটা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। বিএনপি যখন নির্বাচন করেছে তখনও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আমি নেতা হিসাবে শান্তি চাই, আমাদের এখানের জনগন ও শান্তি চায়। সুতারং শান্তিপূর্ণ নির্বাচন হবে। বিএনপি নির্বাচনে না আশায় আমি খুবই দুঃখিত। বিএনপি নিজেদেরকে বলে তারা একটা গণতান্ত্রিক দায়িত্বশীল একটা রাজনৈতিক দল তারা নির্বাচনে আসবেনা তার মানে তারা প্রমান করেযে মুখে তারাই যাই বলুক আসলে তারা গণতন্ত্র আর উন্নয়নে বিশ্বাস করেনা। আমি এখোনো আশাকরি যে বিএনপি নির্বাচনে আশার জন্য নির্বাচন কমিশনে যাবে। নির্বাচন কমিশন বলেছে যে তারা যদি নির্বাচনে আসতে চায় তাহলে তারা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। বিএনপি যদি নির্বাচনে নাও আসে তারা যে বলেছে নির্বাচন করবও না নির্বাচন হতেও দিবনা। এটা পুরোটাই অগণতান্ত্রিক এবং কথাটা কিছুটা সন্ত্রাসী টাইপের মনে হয় তারা গণতন্ত্র বিশ্বাসই করেন। আমি আশাকরি এবার তারা যদি নির্বাচনে না ও আসে তাহলে তারা বুঝবে যে তারা ভুল করেছে। পরবর্তীতে তারা নির্বাচনে আসবে।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন তার কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা খান, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, সিরাজুল ইসলাম মিয়া, হুজ্জাত হোসেন লিটু মিয়া, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মুক্তু মুন্সী, সাব্বির খান প্রমুখ।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

নিরাপদ খাদ্য নিশ্চিতে গোপালগঞ্জের হোটেল রোস্তরার খাবারের নমূনা সংগ্রহ শুরু

নিরাপদ খাবার নিশ্চিতে গোপালগঞ্জের হোটেল রেস্তোরার খাবারের নমূনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো শুরু হয়েছে। জাইকা বিএফএসএ ফুড সেফটি প্রজেক্টের আওতায় আজ বৃহস্পতিবার শহরের নিউ খান স্নাকস...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments