শুক্রবার, মে ১৭, ২০২৪
Bookmark
0
মূলপাতাগোপালগঞ্জ সংবাদগোপালগঞ্জ পৌর নির্বাচন। মেয়র পদে ১১ থেকে ২

গোপালগঞ্জ পৌর নির্বাচন। মেয়র পদে ১১ থেকে ২

Gopalganj municipal election. 11 to 2 in the post of mayor

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে ১১জন প্রার্থী মেয়র পদে তাদের মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত নির্বচনী মাঠে রয়েছেন ২জন প্রার্থী।এর একজন হলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ রকিব হোসেন, আর অন্যজন হলো-ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ দিদারুল ইসলাম।

তাহলে বাকী প্রার্থীরা গেলো কোথায়? এমন প্রশ্ন আসতেই পারে।বাকীরা সবাই আওয়ামী লীগের সাথে কোন না কোন ভাবে জড়িত।তারা প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিব হোসেনের প্রতি সম্মান দেখিয়ে এক এক করে সংবাদ সম্মেলন করে তাদের নির্বাচন থেকে সরে যাবার ঘোষনা দেন এবং সরে গিয়ে শেখ রকিব হোসেনকে তাদের সমর্থন দিয়ে কর্মি-সমর্থকদেরকেও তার পক্ষে কাজ করার আহবান জানান।

নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. বদরুল আলম বদর তার প্রার্থীতা শেখ রকিবের পক্ষে প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে যাবার প্রক্রিয়া শুরু করেন। এরপর গত ৫জুন রাতে একই কায়দায় জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি রায় চৌধুরী সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দেনে। এক্ষেত্রে তিনিও প্রধানমন্ত্রী ও তার চাচাকে সম্মান জানিয়ে নির্বচনী মাঠ থেকে সরে দাড়ানো ঘোষনা দেন।

একই ভাবে শেখ রকিব হোসেনের পক্ষে পরবর্তীতে জেলা যুবলীগের সভাপতি জিএম শাহাবুদ্দিন আজম, জেলা শ্রমিক লীগের আহবায়ক রেজাউল হক সিকদার রাজু একই দিনে(১০জুন)মেয়র পদে নির্বাচনী মাঠ ছেড়ে দিয়ে শেখ রকিবকে সমর্থন দেন।

এদিকে, ১১ জুন অর্থাৎ গতকাল শনিবার আওয়ামী লীগের সমর্থক দিলীপ কুমার সাহা দিপু এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম নজরুল ইসলাম নুতন এবং আবুল ফাত্তাহ সজু একই কায়দায় শেখ রকিবকে সমর্থন দিয়ে নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নেয়ার ঘোষনা দেন।

অন্যদিকে, নির্বাচনের মাত্র ২দিন বাকী থাকতে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র কাজী লিয়াকত আলি লেকু আজ রবিবার বিকেলে (১২জুন)তার বাসায় সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দেন।এসময় তার বাসায় অসংখ্য আওয়ামী লীগ নেতা-কর্মি ও কর্মি সমর্থক উপস্থিত ছিলেন।তিনি তার সমর্থকদেরকে শেখ রকিব হোসেন-এর পক্ষে কাজ করার আহবান জানান এবং শেখ রকিবের নারিকেল গাছ মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

সব শেষে আজ রোববার সন্ধ্যায় শেখ রকিব হোসেনের পক্ষে সমর্থন জানিয়ে জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শেখ মুশফিকুর রহমান লিটনও শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাড়ানো ঘোষনা দিলেন।তিনিও তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাকে সম্মান জানিয়ে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে যাবার ঘোষনা দেন।

আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনের মাত্র দুই দিন আগে ২জন বাদে সব প্রার্থীই নির্বাচন থেকে সরে দাড়ালেন।এতে জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ রকিব হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মোঃ দিদারুল ইসলাম মাঠে নির্বাচনী প্রচারনায় রয়েছেন।

আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জ পৌর সভায় প্রায় শতভাগ লোকই আওয়ামী লীগের সাথে সম্পৃত্ত।সে ক্ষেত্রে জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ রকিব হোসেন ১৫ জুনে অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে অনেকটা এককভাবে বিপুল ভোটে পৌর মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

নিরাপদ খাদ্য নিশ্চিতে গোপালগঞ্জের হোটেল রোস্তরার খাবারের নমূনা সংগ্রহ শুরু

নিরাপদ খাবার নিশ্চিতে গোপালগঞ্জের হোটেল রেস্তোরার খাবারের নমূনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো শুরু হয়েছে। জাইকা বিএফএসএ ফুড সেফটি প্রজেক্টের আওতায় আজ বৃহস্পতিবার শহরের নিউ খান স্নাকস...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments