শুক্রবার, মে ১৭, ২০২৪
Bookmark
0
মূলপাতাজাতীয়সন্ধ্যা নাগাদ উপকূলে আঘাত হানবে ‘আম্ফান’

সন্ধ্যা নাগাদ উপকূলে আঘাত হানবে ‘আম্ফান’

যুগকথা রিপোর্ট :

বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘আম্ফান’র বিষয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া ৩৩তম বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (২০ মে) বিকেল বা সন্ধ্যার মধ্যে সুন্দরবনের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে ‘আম্ফান’।

তবে নির্দিষ্ট ঠিক কোন সময় বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে তা জানায়নি আবহাওয়া অধিদপ্তর।  আর আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, রাত ৮টার পরই মূল আঘাতটা আসতে পারে।

বিষয়টি জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুর ইসলাম বলেন, আমরা টাইম বলিনি।  সন্ধ্যা অথবা বিকেল উল্লেখ করেছি।

উপকূল অতিক্রম করতে কতক্ষণ লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, ৫ থেকে ৬ ঘণ্টা লাগতে পারে। এরপর আমাদের এবং ভারতের স্থলভাগে গিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।

এ ব্যাপারে কথা হলে আবহাওয়া বিশেষজ্ঞ ও আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক শাহ আলম বলেন, আঘাত হানা মানে ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশটা প্রথম দিকে আসে।  তারপরে বডিটা ওপরে উঠতে থাকে।  বডিটা উঠতে ৬ ঘণ্টা লাগে।  যা শেষ হবে ৬ ঘণ্টা পর।  অগ্রবর্তী অংশ যদি সন্ধ্যা ৬টায় আঘাত করে তাহলে ১২টা-১টার মধ্যে আঘাত হানা শেষ হবে।  আর যদি ১২টায় আঘাত শুরু করে তাহলে পরের দিন সকাল পর্যন্ত যাবে।

আবহাওয়া অধিদপ্তরের সাবেক এই পরিচালক বলেন, যে দূরত্বে আছে তাতে অগ্রবর্তী অংশে বৃষ্টিপাত আর হালকা বাতাস ছাড়া সন্ধ্যা ছয়টার মধ্যে কিছু হওয়ার কথা না। এটা হয়তো রাত ৮টা-৯টার পরে আরম্ভ হবে। সারারাত এভাবেই উপকূলের জনপদের দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে এবং কষ্ট করতে হবে।

তিনি বলেন, ব্যাপক বৃষ্টি হবে।  বিকেল থেকে সারারাত বৃষ্টি হবে। বৃষ্টি হয়েই এটা দুর্বল হবে।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

নিরাপদ খাদ্য নিশ্চিতে গোপালগঞ্জের হোটেল রোস্তরার খাবারের নমূনা সংগ্রহ শুরু

নিরাপদ খাবার নিশ্চিতে গোপালগঞ্জের হোটেল রেস্তোরার খাবারের নমূনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো শুরু হয়েছে। জাইকা বিএফএসএ ফুড সেফটি প্রজেক্টের আওতায় আজ বৃহস্পতিবার শহরের নিউ খান স্নাকস...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments